বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঋণ গ্রাহকদের জন্য বিরাট সুখবর। অবশেষে দেশের কয়েক কোটি গ্রাহককে বিরাট স্বস্তি দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কটি জানিয়েছে, যদি কোনও ঋণ প্রাপ্ত ব্যক্তি গৃহঋণ, ব্যবসায়ী ঋণ বা অন্য কোনও ঋণ নির্দিষ্ট সময়ের আগে পরিশোধ করে দেন, তবে সেই ব্যক্তির কাছ থেকে কোনও ভারতীয় ব্যাঙ্ক প্রি পেমেন্ট চার্জ নিতে পারবে না। শীঘ্রই কার্যকর হবে এমন নিয়ম।
ব্যাঙ্কগুলিকে বড় ধাক্কা RBI-র!
রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে সকল ব্যক্তিরা নির্দিষ্ট মেয়াদের আগে ঋণ পরিশোধ করে দেওয়ার কথা ভাবছেন, তাদের থেকে এবার আর প্রি পেমেন্ট জরিমানা নিতে পারবেনা ব্যাঙ্কগুলি। খোঁজ নিয়ে জানা গেল, গ্রাহকরা নির্ধারিত সময়ের আগে অর্থ পরিশোধ করে দিলে প্রি পেমেন্ট চার্জের নামে এক ধরনের চার্জ বসিয়ে থাকে ব্যাঙ্কগুলি। তবে এবার থেকে রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তে সেই নিয়মেই বদল আসতে চলেছে।
একাধিক রিপোর্ট বলছে, এবার থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, গ্রাহকদের কাছ থেকে আর প্রি পেমেন্ট চার্জের নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া যাবে না। এ প্রসঙ্গে RBI স্পষ্ট করে জানিয়েছে, যদি কোনও ঋণ গ্রাহক তার ঋণের গোটা টাকাটাই নির্দিষ্ট সময়ের আগে পরিশোধ করে দেন, তবে তাঁকে আর প্রি পেমেন্ট চার্জ দিতে হবে না।
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল RBI?
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, যে সকল ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলি প্রি পেমেন্ট চার্জের নামে ইচ্ছা মতো অর্থ নিচ্ছিল, এবার তাদের নিয়মই ছেদ পড়বে। RBI বলে, ব্যাঙ্কগুলির প্রি পেমেন্ট চার্জের কোপে পড়ে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন গ্রাহকরা। মূলত সেই কারণেই, গোটা বিষয়টি খতিয়ে দেখেই এমন পদক্ষেপ নেওয়া হল।
জানা যায়, আর্থিক প্রতিষ্ঠানগুলির প্রি পেমেন্ট চার্জের কারণে নাকি বিভিন্ন শর্তের বাঁধনে বাঁধা পড়ে যাচ্ছিলেন গ্রাহকরা! ফলত, অন্য কোনও প্রতিষ্ঠান থেকেও তাঁরা আর্থিক সাহায্য পাচ্ছিলেন না। মূলত সেই সব কারণকে মাথায় রেখেই এবার একাধিক ব্যাঙ্কের প্রি পেমেন্ট চার্জের নিয়ম ভাঙল RBI!
কবে থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, আগামী বছর অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে নয়া নিয়ম। অর্থাৎ আগামী বছরের জানুয়ারি থেকে নির্দিষ্ট মেয়াদের আগে ঋণ পরিশোধ করে দেওয়ার পর আর প্রি পেমেন্ট চার্জ দিতে হবে না গ্রাহকদের।
অবশ্যই পড়ুন: এজবাস্টনের পুনরাবৃত্তি হবে না লর্ডসে! সাবধান টিম ইন্ডিয়া, নতুন ফাঁদ পাতল ইংল্যান্ড
উল্লেখ্য, রিপোর্ট বলছে, অন্যান্য ব্যাঙ্ক ও বেসরকারি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে প্রি পেমেন্ট চার্জ না করার নির্দেশ দিলেও বেশ কিছু ক্ষুদ্র ব্যাঙ্ককে এই নিয়ম থেকে অব্যাহতি দিয়েছে RBI। জানা যাচ্ছে, ক্ষুদ্র অর্থ ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীন ব্যাঙ্ক, স্থানীয় অঞ্চল ব্যাঙ্ক, নগর সমবায় ব্যাঙ্ক, এনবিএফসি ইউএলের মতো ব্যাঙ্কগুলিকে এই নিয়মের বাইরে রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কাজেই, আগামী দিনে 50 লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রে প্রি পেমেন্ট চার্জ করতে পারবে এই গুটি কয়েক ব্যাঙ্ক!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |