দিনে মাত্র ৪৫ টাকা খরচেই ২৫ লক্ষের রিটার্ন! LIC এর এই ধামাকা পলিসি সম্পর্কে জানেন?

Published:

RS 45 per day lic policy will give 25 lakh rupees in return
Follow

পার্থ সারথি মান্নাঃ দেশের সবচেয়ে পুরোনো ও বিশ্বস্ত বীমা কোম্পানি হল লাইফ ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া (Life Insurance Corporation)। কোটি কোটি মানুষ অর্থ সঞ্চয় থেকে জীবন বীমার জন্য LIC-র উপরেই ভরসা করেন। তাছাড়া গ্রাহকদের স্বার্থে নানা ধরণের আকর্ষণীয় সমস্ত পলিসি লঞ্চ করা হয় কোম্পানির তরফ থেকে। আজ এমনই একটি পলিসি সম্পর্কে জানাবো যেখানে মাত্র ৪৫ টাকা হিসাবে প্রিমিয়াম দিয়ে ২৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।

২৫ লক্ষ রিটার্নের LIC পলিসি

এইআইসি এর তরফ থেকে একটি দুর্দান্ত পলিসি হল জীবন আনন্দ পলিসি। এটি মূলত একটি এনডাউনমেন্ট প্ল্যান। যেখানে প্রতিদিন ৪৫ টাকা করে প্রিমিয়াম দিতে হয়। এভাবে ৩৫ বছর যদি পলিসি চালানো যায় তাহলেই ম্যাচিউরিটির সময় ২৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যাবে। আপনি এই পলিসি নিলে মাসিক, ত্রৈমাসিক, বা বাৎসরিক ভিত্তিতে প্রিমিয়াম পেমেন্ট করতে পারেন।

জীবন আনন্দ পলিসির সুবিধা

আপনি যদি জীবন আনন্দ পলিসি করেন তাহলে ৩৫ বছর পর ২৫ লক্ষ টাকা পর্যন্ত বোনাস সহ রিটার্ন পাবেন। একইসাথে কোনো দুর্ঘটনাজনিত কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনীকে ৫ লক্ষ টাকার অতিরিক্ত কভার দেওয়া হয়। নিচে এই প্লানের সুবিধাগুলি সম্পর্কে বলা হলঃ

১। এই পলিসিতে সাম অ্যাসিওরড এর সাথে ম্যাচিউরিটি বোনাসের সুবিধা পাওয়া যায়।

২। পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনীকে সাম অ্যাসিওরড টাকা দেওয়া হয়। একইসাথে অতিরিক্ত টপ আপ কভারও দেওয়া হয়।

৩। ১৮ বছর থেকে ৩৫ বছর বয়সের মধ্যে থাকা যে কেউ এই পলিসি করতে পারবেন। আর নূন্যতম ১৮ বছর ও সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত এই পলিসি চালানো যেতে পারে।

৪। যদি এই পলিসির বাৎসরিক প্রিমিয়াম পেমেন্ট করেন তাহলে ২% ছাড় ও যদি ৬ মাসের প্রিমিয়াম নেন তাহলে ১% এর ছাড় দেওয়া হয়ে থাকে।

৫। এই পলিসি ৩ বছর চালানোর পর যদি কোনো কারণে টাকার দরকার পড়ে, তাহলে মোট জমা হওয়া টাকার উপর থেকে লোন পাওয়া যেতে পারে।

কিভাবে পাবেন ২৫ লক্ষ টাকার রিটার্ন?

প্রতিদিনের ৪৫ টাকা হিসাবে আপনাকে ১৩৫৮ টাকা মাসিক প্রিমিয়াম পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে ৩৫ বছর যদি প্রিমিয়াম পেমেন্ট করেন তাহলে দুটি বোনাস পাওয়া যাবে। এক্ষেত্রে ৩৫ বছর পর আনার মোট ৫৭০৫৬০ টাকা কমবে এর সাথে ৫ লক্ষ টাকার মূল বীমার অর্থ পাওয়া যাব। একইসাথে ৮.৬০ লক্ষ টাকার বোনাস ও ১১.৫০ লক্ষ টাকার বোনাস পাওয়া যাবে। সব মিলিয়ে মোট ২৫ লক্ষের রিটার্ন মিলবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join