মিলবে ৬০০০ টাকা, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কলারশিপ পোস্ট অফিসের

Published on:

post office scholarship for class 6 to 9 students or rs 6000

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ছাত্রছাত্রীদের শিক্ষার পথে অর্থ যাতে বাঁধা না হয়ে দাঁড়াতে পারে তার জন্য সরকারের তরফ থেকে একাধিক স্কলারশিপ (Scholarship) বা বৃত্তি প্রদান করা হয়। এমনই একটি স্কলারশিপ প্রকল্প হল দীনদয়াল স্পর্শ যোজনা। এই প্রকল্পের মাধ্যমে বছরে ৬০০০ টাকা দেওয়া হয়ে থাকে পড়ুয়াদের। কিভাবে আবেদন করতে হবে? কি কি যোগ্যতা থাকতে হবে? সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল আজকের প্রতিবেদনে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দীনদয়াল স্পর্শ যোজনা | Deen Dayal Sparsh Yojana Scholarship 2024 |

এটি মূলত একটি পোস্টাল ডিপার্টমেন্টের স্কলারশিপ। যেখানে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। এই স্কলারশিপের জন্য আবেদন করলে শিক্ষার্থীদর প্রতিমাসে ৫০০ টাকা করে একবছরের জন্য সহায়তা করা হয়। অর্থাৎ বছরে মোট ৬০০০ টাকা পাওয়া যাবে।

কিভাবে স্কলারশিপ পাওয়া যাবে?

এই স্কলারশিপের জন্য মূলত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে। যার মধ্যে প্রথম পরীক্ষায় পোস্টাল স্ট্যাম্প কালেকশনের উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে। এরপর দ্বিতীয় পরীক্ষায় স্ট্যাম্প সংগ্রহ করার প্রজেক্ট থাকবে। এই লিখিত পরীক্ষার মধ্যে পোস্টাল স্ট্যাম্প ছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, খেলাধুলা সম্পর্কেও প্রশ্ন করা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যোগ্যতা

যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইবে তাদের কিছু যোগ্যতা থাকতে হবে। সেগুলি হলঃ

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে, সেই সাথে স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পড়ুয়া হতে হবে।
  • স্কুলের Philately Club থাকতে হবে ও আবেদনকারীকে সেই ক্লাবের সদস্য হতে হবে। যদি স্কুলের ক্লাব না থাকে তাহলে আবেদনকারী পড়ুয়ার Philatelic Deposit Account থাকলেও আবেদন করা যাবে।
  • আবেদনকারীকে শেষ পরীক্ষায় ৬০% নম্বর পেয়ে পাশ করে থাকতে হবে। তবে SC ও ST-র শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫% ছাড় দেওয়া হবে।

scholarship by postal department of odisha

কিভাবে আবেদন করতে হবে?

আপন যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাল তাহলে নিকটবর্তী পোস্ট অফিস থেকে এই পরীক্ষার ফর্ম তুলে নিতে হবে। এরপর সেই ফর্ম যথাযথভাবে পূরণ করে ও তাতে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে পোস্টাল ডিপার্টমেন্টের সুপারিন্টেন্ডেন্টের কাছে বা চিফ পোস্ট মাস্টার ভুবনেশ্বরের কাছে জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group