শ্বেতা মিত্র, কলকাতাঃ শেষের দিকে অক্টোবর মাস। আর কয়েকটা দিন পরেই চলে আসছে নভেম্বর মাস। আর নতুন মাস মানেই হল কিছু নিয়মে পরিবর্তন। প্রত্যেক মাসেই কিছু না কিছু বিষয়ে পরিবর্তন হয়, এবারও তার ব্যতিক্রম হবে না। আর এই পরিবর্তন সরাসরি সাধারণ মানুষের পকেটের উপর পড়বে হ্যাঁ ঠিকই শুনেছেন। LPG রান্নার গ্যাস থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকের বিষয়, কিছু সরকারি নিয়মে পরিবর্তন হয়। আজ এই প্রতিবেদনে ১ নভেম্বর থেকে কী কী পরিবর্তন হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর। জেনে নিন আগস্ট মাস থেকে কী কী পরিবর্তন আসবে।
গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন
সরকার সাধারণত প্রতি মাসের প্রথম তারিখে এলপিজির দাম পরিবর্তন করে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এলপিজিতে পরিবর্তন এসেছে। এমন পরিস্থিতিতে এবারও এলপিজি সিলিন্ডারের দামে হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবরে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হলেও দেশীয় এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এবার ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।
১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে কলিংয়ের নিয়ম
১ নভেম্বর থেকে মেসেজ ট্রেসেবিলিটি কার্যকর করা হবে। সরকার টেলিকম সংস্থাগুলিকে বার্তা ট্রেসেবিলিটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। যার ফলে মোবাইলে ইনকামিং মেসেজ চেক করা যাবে। সেইসঙ্গে ভুয়ো কল ও স্প্যাম ঠেকাতে কিছু কীওয়ার্ড শনাক্ত করা সম্ভব হবে।
মিউচুয়াল ফান্ডের নয়া নিয়ম
আগামী ১ লা নভেম্বর থেকে এএসএমসি (ASMC) ফান্ডে ১৫ লক্ষ টাকার বেশি লেনদেনের হলে সেই ট্রেডিংয়ের তথ্য এবার থেকে কমপ্লায়েন্স অফিসারকে জানাতে হবে। তাছাড়া ইনসাইডার ট্রেডিংয়ের নিয়মেও বেশ কিছু বদল হতে চলেছে।
১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নভেম্বর মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে। সে অনুযায়ী নভেম্বর মাসে ব্যাংকগুলোতে মোট ১৩ দিন ছুটি থাকবে। এমতাবস্থায় নভেম্বর মাসের বাকি কাজের জন্য শাখায় যাওয়ার আগে ব্যাঙ্ক ছুটির তালিকা দেখে নিলে ভালো হবে।
SBI ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন
জানা গিয়েছে, নতুন মাস থেকে এসবিআইয়ের ক্রেডিট কার্ডের মাধ্যমে স্টেটমেন্ট সাইকেলে ৫০ হাজার টাকার বেশি ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত ১ শতাংশ চার্জ নেওয়া হবে। এসবিআই শৌর্য / প্রতিরক্ষা ক্রেডিট কার্ড ব্যতীত সমস্ত অসুরক্ষিত ক্রেডিট কার্ডের জন্য আর্থিক চার্জও পরিবর্তন করেছে। এখন এসবিআইয়ের অসুরক্ষিত ক্রেডিট কার্ডে ৩.৭৫ শতাংশ ফিনান্স চার্জ নেওয়া হবে। ২০২৪ সালের ১ নভেম্বর থেকেও এই নিয়ম কার্যকর হবে।