সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কিম। এটি কর্মজীবনের শেষে আর্থিক সহায়তা প্রদান করে। কিন্তু আপনি কি জানেন, জরুরী পরিস্থিতিতে এই তহবিল থেকে টাকা তোলার অনুমতি রয়েছে? অনেকেই হয়তো এই বিষয়ে সচেতন নন। ফলে আর্থিক প্রয়োজন সমস্যায় পড়েন। আজ আমরা জানবো EPF অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়ম এবং কোন পরিস্থিতিতে টাকা তোলা যায় সেই সম্পর্কে তথ্য।
EPF-এ টাকা জমা করা হয় কীভাবে?
EPF স্কিমে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ে মাসে ১২% করে টাকা জমা করতে পারে। এই তহবিল সাধারণত দুটি ভাগে বিভক্ত। প্রথম অংশটি রিটায়ারমেন্ট ফান্ডে জমা পড়ে, যা কর্মজীবনের শেষে পাওয়া যায় এবং দ্বিতীয় অংশটি পেনশন ফান্ডে জমা হয়, যা অবসরের পর মাসিক পেনশন হিসেবে মেলে। কিন্তু চাকরি চলাকালীন যদি কোন বড় আর্থিক সমস্যা আসে তাহলে কি টাকা তোলা যাবে? উত্তর হল হ্যাঁ। নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আপনি EPF থেকে টাকা তুলতে পারবেন।
চাকরি হারালে কীভাবে EPF থেকে টাকা তুলবেন?
যদি কোন কারণে আপনার চাকরি চলে যায় তাহলে EPF থেকে টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে ১ মাস বেকার থাকলে আপনি আপনার মোট EPF তহবিলের ৭৫% তুলতে পারবেন। তবে ২ মাস বা তার বেশি বেকার থাকলে পুরো EPF-এর টাকা তুলে নিতে পারবেন। অনেকেই চাকরি পরিবর্তনের সময় নতুন কোম্পানিতে পিএফ ট্রান্সফার করতে দ্বিধাগ্রস্ত হন। তবে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, তারাও EPF থেকে টাকা তুলতে পারবে।
আগেভাগে টাকা তুললে কর লাগবে?
যদি আপনি ৫ বছরের মধ্যে EPF থেকে টাকা তোলেন, তাহলে কর দিতে হবে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, ৫০ হাজার টাকার কম তোলা হলে TDS কাটবে না তবে। ৫০ হাজার টাকা বা তার বেশি যদি তোলেন তাহলে TDS প্রযোজ্য হবে। তাই পরিকল্পনা করেই টাকা তোলা ভালো।
বিয়ে বা বাড়ি কেনার জন্য EPF থেকে টাকা কীভাবে তুলবেন?
অনেকে হয়তো জানেন না, EPF থেকে টাকা তুলে ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ কাজও করা যায়। যেমন আপনি নিজের সন্তান, ভাই বা বোনের বিয়ের জন্য ৫০% পর্যন্ত টাকা তুলতে পারবেন। এছাড়া যদি আপনি বাড়ি কিনতে চান বা বাড়ি বানাতে চান, তাহলে ২৪ থেকে ৩৬ মাসের বেসিক বেতনের সমান টাকা তুলে নিতে পারবেন।
অসুস্থ হলে কীভাবে টাকা তুলবেন?
যদি হঠাৎ কোনও বড় অসুখ হয়, তাহলেও EPF থেকে টাকা তুলে চিকিৎসার খরচ মেটাতে পারবেন। নিজের স্ত্রী, সন্তান, বাবা-মায়ের চিকিৎসার জন্য টাকা তোলা যায়। এক্ষেত্রে জানিয়ে রাখি, সর্বোচ্চ ৬ মাসের বেসিক পেনশনের সমান টাকা তুলতে পারবেন। এটি চিকিৎসা সংক্রান্ত জরুরী খরচ মেটানোর জন্য সহায়ক।
অবসরের পর EPF থেকে কীভাবে টাকা তুলবেন?
একজন কর্মচারী ৫৮ বছর বা ৬০ বছর বয়সে অবসর গ্রহণ করলে তিনি পুরো EPF অ্যাকাউন্টের টাকা একবারে তুলে নিতে পারেন। কিছু সংস্থা ৫৮ বছর বয়সেই রিটায়ারমেন্ট দিয়ে দেয়, আবার কিছু সংস্থা ৬০ বছর পর্যন্ত চাকরির সুযোগ দেয়। অবসর নেওয়ার পর কেউ চাইলে পুরো টাকা একসঙ্গে তুলে নিতে পারবেন অথবা কিছু অংশ পেনশন হিসেবে রেখে দিতে পারবেন।
EPF কেবলমাত্র অবসরের জন্য সঞ্চয় নয়, এটি জরুরী পরিস্থিতি মোকাবিলা করার জন্যও বড় আর্থিক সহায়তা। তাই অবসরকালের নিরাপত্তার কথা মাথায় রেখে পরিকল্পনা করে টাকা তুলুন এবং ভবিষ্যৎকে সুরক্ষিত রাখুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |