Indiahood-nabobarsho

২০২৬ সাল থেকে কর্মীদের DA, বেতন বাড়বে কয়েক গুণ! বড় প্ল্যান সরকারের

Published on:

8th pay commission

সহেলি মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) নিয়ে সামনে এল বিরাট খবর। কেন্দ্রীয় সরকার চলতি বছরের ১৬ জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা করা হয়। এরপর আশা করা হচ্ছিল যে সরকার এপ্রিলের শুরুতে বেতন কমিশনের সদস্যদের নাম ঘোষণা করবে। এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এমন কোনও ঘোষণা করা হয়নি, তবে অষ্টম বেতন কমিশন সম্পর্কিত একটি বড় আপডেট সামনে এল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অষ্টম বেতন পে কমিশন নিয়ে বিরাট আপডেট

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, অষ্টম বেতন কমিশনে নিয়োগগুলি কর্মী বিভাগ (DoPT) কর্তৃক নির্ধারিত নিয়ম অনুসারে করা হবে। ডিওপিটি সময়ে সময়ে এর জন্য স্ট্যান্ডার্ড নির্দেশিকা জারি করবে। অর্থ মন্ত্রকের অধীনস্থ ব্যয় বিভাগ (DEA) অষ্টম বেতন কমিশনে ৩৫টি পদ ডেপুটেশনের মাধ্যমে পূরণের প্রস্তাব করেছে বলে খবর। এর অর্থ হল বেতন কমিশনের সুপারিশ প্রস্তুত করার জন্য বিভিন্ন বিভাগের লোকদের নির্বাচন করা হবে। কমিশন তার কাজ শেষ করার পর, অর্থাৎ সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার পর, এই পদগুলিতে নিযুক্ত ব্যক্তিরা তাদের মূল ভূমিকা বা বিভাগে ফিরে যাবেন।

কতটা বাড়বে বেতন, ভাতা, পেনশন?

প্রতিটি বেতন কমিশন কেবল বেতন কাঠামো পরিবর্তন করে না বরং মহার্ঘ্য ভাতা (ডিএ), ফিটমেন্ট ফ্যাক্টর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এইচআরএ অর্থাৎ বাড়ি ভাড়া ভাতার হারের উপরও সরাসরি প্রভাব ফেলে। সবকিছু নির্ধারণ হয় ফিটমেন্ট ফ্যাক্টর-এর ওপর নির্ভর করে। সপ্তম বেতন কমিশন ২.৫৭ গুণক ব্যবহার করলেও অষ্টম কমিশন তা বাড়িয়ে ২.৮৫ করতে পারে। এটি বাস্তবায়িত হলে বেতন বাড়বে। উদাহরণস্বরূপ, ৫০,০০০ টাকা বেসিক বেতনের কোনও কর্মচারীর বেতন বেড়ে ১,৪২,৫০০ টাকা হতে পারে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ৩০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা (HRA) এর সঙ্গে যুক্ত হলে মোট মাসিক বেতন বেড়ে দাঁড়াতে পারে প্রায় ১,৫৭,৫০০ টাকা। এছাড়া উপকৃত হবেন পেনশনভোগীরাও।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সম্পূর্ণ অবৈধ ৫০০ টাকার এই নোট, জারি চূড়ান্ত সতর্কতা! আপনার কাছে আছে?

কবে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন?

এখন সকল সরকারি কর্মীর মুখে একটাই প্রশ্ন, কবে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন? সূত্রের খবর, ১ জানুয়ারি, ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হতে পারে। তবে কিছু সংবাদমাধ্যম দাবি করছে যে এই প্রক্রিয়ায় আরও দেরি হতে পারে এবং ২০২৭ থেকে ৮ম বেতন কমিশন কার্যকর করা হতে পারে। যাইহোক, এখন দেখার সরকার কবে নতুন পে কমিশন গঠন করে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group