‘১ জানুয়ারি থেকে লাগু করতে হবে সপ্তম পে কমিশন!’ পশ্চিমবঙ্গ সরকারকে আল্টিমেটাম

Published on:

7th pay commission

সহেলি মিত্র, কলকাতা: বাংলায় ডিএ বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। পঞ্চম বেতন পে কমিশনের আওতায় এখনো অবধি ২৫ শতাংশ বকেয়া টাকা মেটাতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টে আগামী বেশকিছু মাসের জন্য সময় চেয়ে নিয়েছে সরকার। এসবের মাঝেই এবার সপ্তম বেতন পে কমিশন (7th Pay Commission) লাগু করার বিষয়ে সুর চড়াল সংগ্রামী যৌথ মঞ্চ। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আগামী ২০২৬ সালের মধ্যে সপ্তম বেতন পে কমিশনের আওতায় সকলকে বেতন দেওয়ার দাবি জানানো হলো সরকারি সংগঠনের তরফে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পশ্চিমবঙ্গে এবার সপ্তম বেতন পে কমিশন লাগুর দাবি

ইতিমধ্যে পঞ্চম ও ষষ্ঠ বেতন পে কমিশন নিয়ে চাপে রয়েছে সরকার। এসবের মাঝেই ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সপ্তম বেতন পে কমিশন কার্যকর করার দাবি জানালেন সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং অর্থসচিবকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে, তাতেই এমন দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ।

স্মারকলিপিতে সাফ সাফ রাজ্য কর্মচারী সংগঠনের তরফে সাফসাফ বলা হয়েছে, ‘বর্তমান রোপা ২০১৯-র (ষষ্ঠ বেতন কমিশন) ১০ বছরের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর শেষ হচ্ছে।’ উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে ২০২০ সাল থেকে। ষষ্ঠ বেতন পে কমিশন লাগু হয়েছে। তবে বকেয়া টাকা ঘিরে দোটানা সে আগেও ছিল এখনও আছে। এহেন পরিস্থিতিতে সপ্তম বেতন পে কমিশন নিয়ে কোনও আর্থিক ক্ষতির না সম্মুখীন হতে হয় সেজন্য রাজ্য সরকারি কর্মীরা নতুনভাবে আবেদন জানিয়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ এক জায়গায় রিজার্ভ থেকে জেনেরাল টিকিট সহ একাধিক সুবিধা! লঞ্চ হল RailOne অ্যাপ

চরম আর্থিক ক্ষতির সম্ভাবনা?

সরকারি কর্মীরা নতুন এক আশঙ্কা করছেন। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, ‘অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করা না হলে আবারও বহু বছরের মতো দেরিতে বেতন সংশোধন হবে – যার আর্থিক ক্ষতি ভোগ করতে হবে লক্ষাধিক কর্মচারী ও তাঁদের পরিবারকে। ‘২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই (সপ্তম) কমিশনের পূর্ণাঙ্গ বা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে হবে। কোনওরকম বিলম্ব ছাড়াই সুপারিশ কার্যকর করতে হবে। যদি (সপ্তম বেতন কমিশনের) রিপোর্ট প্রকাশ করতে দেরি হয়, তাহলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মূল বেতনের ন্যূনতম ৫০ শতাংশ হারে ইন্টেরিম রিলিফ (আইআর) প্রদান করতে হবে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group