সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি প্রতি মাসে সামান্য কিছু টাকা জমিয়ে ভবিষ্যতে মোটা অঙ্কের ফান্ড গড়ে তুলতে চান? তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‘হর ঘর লাখপতি আরডি (Har Ghar Lakhpati RD)’ স্কিম আপনার জন্য হতে পারে সেরা বিকল্প। হ্যাঁ, এই স্কিমটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সাধারণ মানুষ খুব স্বল্প বিনিয়োগে মাসিক সঞ্চয়ের মাধ্যমে লাখপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে, তাও কোনও ঝুঁকি ছাড়াই।
হর ঘর লাখপতি আরডি স্কিম আসলে কী?
SBI-র এই স্কিমটি মূলত একটি রেকারিং ডিপোজিট স্কিম। এখানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেবেন এবং নির্দিষ্ট সময় পর আপনার টাকা সুদে-আসলে ফেরত পাবেন। এমনকি সেটি মোটা অঙ্গের ফান্ডে পরিণত হবে। আর এই স্কিমে নির্দিষ্ট সময় শেষে আপনি 2,22,222 বা 4,44,444 টাকা মতো রিটার্ন পেতে পারেন।
সূত্র বলছে, এই স্কিমের সবথেকে বড় সুবিধা হলো সুনির্দিষ্ট লক্ষ্য। অর্থাৎ, আপনি জানবেন যে, আপনি কত মাস টাকা জমা দিলে কত টাকা ফেরত পাবেন। আর এতে ভবিষ্যৎ পরিকল্পনা খুব সহজেই করা যায়।
কারা খুলতে পারবেন এই স্কিমের অ্যাকাউন্ট?
সূত্র বলছে এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি 10 বছর বা তার বেশি বয়সী নাবালক হতে হবে, যে নিজের স্বাক্ষর করতে পারে। এমনকি বাবা-মা বা অভিভাবক নাবালকের জন্যে অ্যাকাউন্ট খুলে দিতে পারবে। সবথেকে বড় ব্যাপার, এখানে একক বা যৌথ উভয় অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে।
সুদের হার চমক দেবে!
এই স্কিমের সুদের হার অন্যান্য স্কিমের তুলনায় অনেকটাই চড়া। হ্যাঁ, 3 বা 4 বছর মেয়াদের স্কিমে সাধারণ নাগরিকদের 6.75% হারে সুদ দেওয়া হয় এবং প্রবীণ নাগরিকদের 7.5% হারে সুদ দেওয়া হয়। পাশাপাশি 5 বছর বা তার বেশি মেয়াদের স্কিমে সাধারণ নাগরিকদের 6.50% হারে সুদ দেওয়া হয় এবং প্রবীণ নাগরিকদের 7% হারে সুদ দেওয়া হয়।
মাসে কত টাকা জমালে মিলবে 4,44,444 টাকা?
প্রথমত, যদি আপনি 2,22,222 টাকা পেতে চান, তাহলে আপনাকে 1 বছর মেয়াদের জন্য প্রতি মাসে 17,856 টাকা জমা দিতে হবে। যদি 3 বছর মেয়াদে স্কিম চালাতে চান, তাহলে 5,558 টাকা প্রতি মাসে জমা দিতে হবে এবং যদি 5 বছর মেয়াদের জন্য স্কিম চালাতে চান, তাহলে 3,130 টাকা প্রতি মাসে জমা দিতে হবে।
এবার যদি আপনি 4,44,444 টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, তাহলে 1 বছর মেয়াদে প্রতি মাসে 35,712 টাকা জমা দিতে হবে, 3 বছর মেয়াদে প্রতি মাসে 11,117 টাকা জমা দিতে হবে এবং ৫ বছর মেয়াদে প্রতি মাসে 6,261 টাকা জমা দিতে হবে।
আরও পড়ুনঃ গতকালের থেকেও বেশি দরপতন, হু হু করে কমছে সোনা ও রুপোর দাম, দেখুন আজকের রেট
ছোট ছোট সঞ্চয় থেকে যে ভবিষ্যতে মোটা অঙ্কের ফান্ড গড়ে তোলা সম্ভব, তা এই স্কিম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তাই আজ থেকেই 1 বা 3 বা 5 বছরের জন্য যদি সন্তানের পড়াশোনা বা নিজের স্বপ্নের জন্য ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান, তাহলে এই স্কিমটিকে একবার ভেবে দেখতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |