শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমান সময় ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Bank Account) নেই এমন মানুষকে খুঁজে পাওয়া হয়তো মুশকিল। অনেকেই আছেন যারা ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট করেন, আবার অনেকেই আছেন যারা অন্যান্য ব্যাঙ্কেও অ্যাকাউন্ট করেন। কিন্তু আরবিআই এমন কিছু নিয়ম রয়েছে যেটি সম্পর্কে না জানলে বিপদে পড়তে পারেন আপনিও। বর্তমান সময় এমন একটি খবর প্রকাশ্যে উঠে এসেছে যে কেউ যদি একের অধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেন তাহলে তাকে জরিমানা গুনতে হতে পারে। সত্যিই কি তাই? বিশদে জানতে পড়ে নিন আজকের এই আর্টিকেলটি।
গুনতে হবে জরিমানা?
একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে জরিমানা দিতে হবে, এমন খবর মানুষকে বিরক্ত করেছে। বিশেষ করে যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। আসলে প্রাইভেট কোম্পানিতে কর্মরতদের বেশিরভাগেরই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এই কারণেই, কারণ আপনি কোম্পানি সুইচ করে অন্য কোম্পানিতে যাওয়ার সাথে সঙ্গে সেখানকার কোম্পানি তার টাই-আপ নিয়ে ব্যাংকে আপনার স্যালারি অ্যাকাউন্ট খুলে ফেলে। এভাবে কেউ কেউ দুই-চারটা বা ৫টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেন। এরকম পরিস্থিতিতে কী আপনাকে জরিমানা গুনতে হবে? জেনে নিন সত্যিটা।
সামাজিক মাধ্যমে বড় দাবি
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে আপনার যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবে আপনাকে জরিমানা করা হতে পারে। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের কথা উল্লেখ করে ওই ম্যাসেজে বলা হয়, আরবিআই একটি নতুন গাইডলাইন জারি করেছে, যার অধীনে কোনও ব্যক্তির যদি দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবে তাকে শাস্তি দেওয়া হবে। এই দাবির নিয়ে PIB একটি ফ্যাক্ট চেক করেছে।
রবিবার প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিকে ভুয়ো বলে দাবি করেছে। পিআইবি লিখেছে, কিছু নিবন্ধ এই বিভ্রম ছড়াচ্ছে যে কারোর যদি দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবে তাঁকে জরিমানা করা হবে। যদিও রিজার্ভ ব্যাঙ্কের তরফে এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি। অর্থাৎ, এই দাবি সম্পূর্ণ ভুয়ো। পিআইবি বলেছে, এ ধরনের খবর ও গুজব এড়িয়ে চলতে হবে মানুষকে।
একজন ব্যক্তির ক’টি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে?
ভারতে একজন ব্যক্তির কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে তা নির্দিষ্ট নয়। অর্থাৎ, ভারতে একজন ব্যক্তি কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন তার কোনও সীমা নেই। আপনি আপনার ইচ্ছা এবং প্রয়োজন অনুযায়ী যে কোন সংখ্যক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন। আরবিআই এর জন্য কোনও সীমা নির্ধারণ করেনি।