টাকা বাঁচান, গ্রাহকদের উদ্দেশ্যে কড়া বার্তা জারি SBI-র

Published on:

sbi online

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই ভারত আরো ডিজিটাল হয়ে উঠছে এদিকে ডিজিটাল ভারত হওয়ার পাশাপাশি প্রতারণার সংখ্যাও করে বাড়ছে। বিগত কয়েক বছরে সাইবার জালিয়াতি ঘটনা বেড়েই চলেছে ভারতে। প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে বহু মানুষ এমন রয়েছেন যারা লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যে খুইয়ে ফেলেছেন। এখানে পরিস্থিতিতে বছর শেষে এবার ভারতের সবথেকে বড় সরকারি ব্যাংক SBI-র তরফে নিজেদের গ্রাহকদের উদ্দেশ্যে চরম সর্তকতা জারি করা হলো। এই সতর্কতা যদি কেউ উপেক্ষা করে তাহলে আখেরে ক্ষতি হবে তারই। এখনই নিশ্চয়ই ভাবছেন যে SBI -এর তরফে কী এমন বলা হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গ্রাহকদের সতর্ক করল SBI

আসলে এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) নিজেদের গ্রাহক এবং সাধারণ জনগণকে ডিপফেক ভিডিওগুলি সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে। SBI-এর নামে সোশ্যাল মিডিয়ায় ডিপফেক ভিডিও ভাইরাল হচ্ছে। আর এই ভিডিও একদিকে যেমন ব্যাঙ্কের চিন্তা বাড়িয়েছে ঠিক তেমনই প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ নিরীহ মানুষ। এহেন অবস্থায় SBI জানাচ্ছে, এসবিআই বা তাদের কোনও শীর্ষ আধিকারিক এমন কোনও বিনিয়োগ প্রকল্প অফার করে না যা কোনও ধরণের উচ্চ রিটার্ন দাবি করে।

ব্যাঙ্কের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ব্যাংক বা তার আধিকারিকরা কেউই এই জাতীয় প্রকল্পের সঙ্গে যুক্ত নয়। এসবিআই সবাইকে সতর্ক থাকার এবং প্রতারণামূলক দাবির শিকার হওয়া এড়াতে পরামর্শ দিচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ব্যাঙ্কের বিশেষ বার্তা

SBI এক্স-এ একটি একটি পাবলিক নোটিশ শেয়ার করেছে। এই ডিপফেক ভিডিওগুলি দাবি করে যে ব্যাংক এমন একটি স্কিম চালু করছে বা সমর্থন করছে যা তার গ্রাহকদের জন্য সহায়ক হতে পারে এবং লোকেদের এতে বিনিয়োগের পরামর্শ দিচ্ছে। তবে সবটাই মিথ্যে। এভাবে আপনি যদি এ ধরনের ভিডিও দেখে ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতারণার শিকার হবেন। অতিরিক্তভাবে, স্ক্যামাররা তাদের স্কিমগুলিতে বিনিয়োগ করতেও বলতে পারে।

ভিডিও ডিপফেক কিনা বুঝবেন কীভাবে?

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ডিপফেক ভিডিও তৈরি করা হয়। এই ভিডিওগুলি দেখতে বাস্তব হলেও এগুলি উন্নত প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। এর সাহায্যে, কোনও ব্যক্তির মুখ ভয়েস থেকে শরীরে পরিবর্তন করা যেতে পারে। আপনি যদি ডিপফেক ভিডিওগুলি সনাক্ত করতে চান তবে ঝাঁকুনি, ছায়া সন্ধান করার চেষ্টা করুন। মানুষের মুখের ধার। আপনি আরও লক্ষ্য করতে পারেন যে ত্বক খুব মসৃণ বা খুব কুঁচকানো প্রদর্শিত হচ্ছে। চোখের পাতার পলক ফেলার একটি অদ্ভুত প্যাটার্নও থাকবে। এছাড়া কথা এবং ঠোঁটের মধ্যে মিল না পেলে তবেই বুঝবেন এটা ডিপফেক ভিডিও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group