SBI-র এই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করলেই বিপুল লক্ষ্মীলাভ

Published on:

SBI FD Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের গ্রাহকদের জন্য একাধিক সঞ্চয় ও বিনিয়োগের স্কিম নিয়ে আসে। এবারও তার বিকল্প হল না। এবার SBI নিয়ে এসেছে এক বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম, যার নাম ‘অমৃত বৃষ্টি’ (Amrit Vrishti) স্কিম। এখানে চড়া হারে সুর দেওয়া হচ্ছে। তাই এই স্কিমে বিনিয়োগ করলে রাতারাতি মালামাল হওয়ার সুযোগ থাকছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

SBI ‘অমৃত বৃষ্টি’ স্কিম

ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই বিশেষ FD স্কিমটি ৪৪৪ দিনের মেয়াদের এক বিশেষ স্কিম, যেখানে সাধারণ গ্রাহকরা ৭.৫% হারে এবং প্রবীণ নাগরিকরা ৭.৭৫% হারে সুদ পাচ্ছেন। স্টেট ব্যাঙ্কের অন্যান্য সাধারণ FD স্কিমের তুলনায় এটি লাভজনক স্কিম। কারণ, এখানে সুদের হার অনেকটাই বেশি। জানিয়ে রাখি, এই স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের সীমা ৩ কোটি টাকা পর্যন্ত। অর্থাৎ, 3 কোটি টাকার বেশি এই স্কিমে কেউ বিনিয়োগ করতে পারবে না। 

২ লক্ষ টাকা বিনিয়োগে কত টাকা পাবেন?

স্টেট ব্যাঙ্কের এই স্কিমে নির্দিষ্ট সময় পর বিনিয়োগকারীরা নিশ্চিত লাভ পায়। তাই যদি কোন প্রবীণ নাগরিক এই স্কিমে মাত্র ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৪৪৪ দিন পর তিনি মোট 2,19,859/- টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ, তার নিট মুনাফা দাঁড়াবে ১৯,৮৫৯/- টাকা। তবে যদি কোন সাধারণ নাগরিক 2 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি ৪৪৪ দিন পরে ২,১৮,৩৩২/- টাকা রিটার্ন পাবেন, যেখানে তার নিট মুনাফা দাঁড়াবে ১৮,৫৩২/- টাকা। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন এই স্কিম লাভজনক?

প্রথমত, ভারতীয় স্টেট ব্যাঙ্ক ভারতের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক। তাই এখানে বিনিয়োগ করলে টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। দ্বিতীয়ত, অন্যান্য সাধারণ FD স্কিমের তুলনায় এই স্কিমে চড়া হারে সুদ পাওয়া যাচ্ছে। তাই বেশি রিটার্ন আসবে। তৃতীয়ত, মাত্র ৪৪৪ দিনের কম সময়ের মধ্যে এই স্কিমে নিশ্চিত লাভ পাওয়া যাবে। এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য এই স্কিমে অতিরিক্ত সুদ দেওয়া হচ্ছে। 

৩১শে মার্চের মধ্যে বিনিয়োগ করুন

আগেভাগে জানিয়ে রাখি, এই বিশেষ FD স্কিমে ৩১শে মার্চ, ২০২৫-এর পরে আর আবেদন করা যাবে না। SBI এই অফার ৩১শে মার্চের পরে বন্ধ করে দেবে। তাই যারা নিরাপদে এই স্কিমে বিনিয়োগ করতে চান এবং ভালো পরিমান রিটার্ন পেতে চান তারা ৩১শে মার্চের মধ্যেই বিনিয়োগের পরিকল্পনা সেরে নিন। 

আরও পড়ুনঃ রেলওয়ে স্কুলে প্রচুর শূন্যপদে শিক্ষক নিয়োগ, পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

এক কথায় ‘অমৃত বৃষ্টি’ স্কিম বিনিয়োগকারীদের জন্য এক নির্ভরযোগ্য এবং লাভজনক স্কিম, বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য সোনায় সোহাগা। তাই যদি আপনি কম সময়ে নিশ্চিত সুদের সুবিধা নিতে চান, তাহলে এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। কারণ ৩১শে মার্চের পরে এই সুযোগ আর আসবে না। তাই এখনই নিকটবর্তী কোন SBI-এর শাখায় বা অনলাইনে আবেদন করুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group