সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষকে এবার রামধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্কটি নিজেদের এফডি রেটের ওপর সুদ (FD Interest Rate) কমিয়ে দেওয়ার ঘোষণা করল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর ফলে যাদের আগে থেকে এই ব্যাঙ্কে এফডি করা রয়েছে তাঁরা স্বাভাবিকভাবেই চমকে গিয়েছে। এর পাশাপাশি যারা এফডি করবেন বলে আশা করে বসেছিলেন তাঁরাও আকাশ থেকে পড়েছেন ব্যাঙ্কের সিদ্ধান্তের ব্যাপারে শুনে।
FD-তে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
জানা গিয়েছে, ১৫ এপ্রিল, ২০২৫ থেকে স্থায়ী আমানত বা এফডিতে সুদের হার সংশোধন করার ঘোষণা করা হয়েছে। এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, মধ্যমেয়াদী এফডি স্কিমে হ্রাস করা হয়েছে। এটি সাধারণ এবং প্রবীণ উভয় নাগরিকের জন্য প্রযোজ্য হবে। এর পাশাপাশি, ব্যাংকটি সংশোধিত ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি এফডি স্কিম চালু করার ঘোষণা দিয়েছে।
SBI বিশেষ করে ১ বছর থেকে ৩ বছর মেয়াদী FD-এর জন্য সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেছে। ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি ব্যাংক কর্তৃক প্রদত্ত এফডি স্কিম। এটি চালানো হচ্ছে। সংশোধনের পর, ব্যাংকটি ৩.৫০% থেকে ৬.৯% এর মধ্যে সুদের হার প্রদান করবে। এছাড়াও, প্রবীণ নাগরিকদের জন্য, ব্যাংক ৪% থেকে ৭.৫০% হারে সুদ দিচ্ছে।
মাথায় হাত গ্রাহকদের
স্বাভাবিকভাবেই ব্যাঙ্কের এহেন সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, সাধারণ নাগরিকের জন্য ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের এফডির জন্য সুদের হার ৬.৮০% থেকে কমিয়ে ৬.৭০% করা হবে। এছাড়া ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের এফডি-র ক্ষেত্রে সুদের হার এখন ৭.০০% থেকে কমিয়ে ৬.৯০% করা হচ্ছে।
আরও পড়ুনঃ মে মাসে ভাগ্য ফিরবে ৪ রাশির! লটারি কাটলেই আসবে বিপুল অর্থ
এবার আসা যাক প্রবীণ নাগরিকদের ব্যাপারে। ব্যাঙ্কের তরফে এখন প্রবীণ নাগরিকদের জন্য ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের এফডির জন্য সুদের হার ৭.৩০% থেকে কমিয়ে ৭.২০% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের এফডির জন্য সুদের হার ৭.৫০% থেকে কমিয়ে ৭.৪০% করা হবে বলে খবর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |