সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রাহকদের নিরাপত্তার ঘাটতি এবং ব্যাঙ্কিং নিয়ম লঙ্ঘনের কারণে বড়সড় জরিমানার (RBI Penalty) মুখে পড়লে ভারতীয় স্টেট ব্যাঙ্ক এবং জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। হ্যাঁ, মোটা অঙ্কের জরিমানা উসুল করছে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
শুক্রবার আরবিআই একটি বিবৃতি জানিয়েছে, এই দুই ব্যাঙ্ক কিছু নিয়মকানুন না মেনে চলার অপরাধেই এই বড়সড় জরিমানা করা হয়েছে। আর এই পদক্ষেপ একদিকে যেমন ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের প্রতি দায়িত্ববান করে তুলবে, তেমনই সাধারণ গ্রাহকরাও স্বস্তি পাবে।
স্টেট ব্যাঙ্কের বিরুদ্ধে কী অভিযোগ?
কম-বেশি সবাই জানে, দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। সূত্রের খবর, এই ব্যাঙ্কের উপর 1 কোটি 72 লক্ষ 80 হাজার টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। কারণ ব্যাঙ্কটি নাকি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলেনি। আর তার মধ্যে প্রধান ছিল – ঋণ ও অগ্রিম সংক্রান্ত নির্দিষ্ট আইনি সীমা মেনে না চলা।
এর পাশাপাশি অননুমোদিত লেনদেনে, গ্রাহকদের দায় সীমাবদ্ধতা রাখার নিয়মে গাফিলতি করেছিল স্টেট ব্যাঙ্ক। শুধু তাই নয়, কারেন্ট অ্যাকাউন্ট খোলার সময়ও নিয়ম মানেনি এই ব্যাঙ্ক। ঠিক এই কারণেই জরিমানার মুখে পড়তে হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে।
জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের বিরুদ্ধে কী অভিযোগ?
অন্যদিকে জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের উপর 1 কোটি টাকা জরিমানা করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে। আর এই ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, এটি ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949-র কয়েকটি ধারা লঙ্ঘন করেছিল। যদিও রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে যে, এই জরিমানা কোনও আর্থিক প্রতারণা বা গ্রাহকদের সঙ্গে বেআইনি কাজকর্মের জন্য নয়, বরং নিয়ম মেনে না চলার জন্যই এই বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যাঙ্ক মানেই ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা। আর যেখানে কোটি কোটি মানুষ তাদের সঞ্চয় জমিয়ে রাখেন। তাই রিজার্ভ ব্যাঙ্ক বারবার বলেছে, ব্যাঙ্কিং খাতে নিয়ম ভাঙলেই কাউকে আর রেহাই দেওয়া হবে না। করা হবে মোটা জরিমানা। আর তারই জলজ্যান্ত উদাহরণ এই দুই ব্যাঙ্ক।