৫ বছরে ২ লক্ষ টাকা সুদ! স্টেট ব্যাঙ্কের এই স্কিম এক্কেবারে সোনার খনি

Published:

SBI Fixed Deposit
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ঝুঁকি ছাড়া নিশ্চিত রিটার্ন পাওয়া যায়, এমন কোনও বিনিয়োগের মাধ্যম খুঁজছেন? তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট (SBI Fixed Deposit) হতে পারে আপনার জন্য সোনায় সোহাগা। কারণ শেয়ার মার্কেটের মতো এখানে কোনোরকম অনিশ্চয়তার ঝুঁকি নেই, বরং নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের হারে ফান্ড মোটা অঙ্কে পরিণত হবে।

আজকের প্রতিবেদনে আমরা ভারতীয় স্টেট ব্যাঙ্কের বর্তমান সুদের হার অনুযায়ী দেখে নেব যে, 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলে আপনি ঠিক কত টাকা সুদ পাবেন বিভিন্ন মেয়াদ হিসেবে।

কেন স্টেট ব্যাঙ্কের এফডিকে বেছে নেবেন?

ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক SBI। এই ব্যাঙ্কের নিরাপত্তা এবং উন্নত গ্রাহক পরিষেবার জন্য দেশের লক্ষ লক্ষ মানুষ এখানে নিরাপদে টাকা রাখেন। SBI-তে ফিক্সড ডিপোজিট করলে আপনি শুধুমাত্র সুদ পাবেন, এমনটা নয়। বরং পাবেন অর্থনৈতিক নিশ্চয়তা।

1 বছরে কত রিটার্ন আসবে?

ভারতীয় স্টেট ব্যাঙ্ক বর্তমানে সাধারণ গ্রাহকদের 1 বছরের এফডিতে 6.50% হারে সুদ দিচ্ছে। এখানে 5 লক্ষ টাকা যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে সুদ পাবেন 33,301 টাকা। তবে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার এখানে 7%। সেক্ষেত্রে 35,930 টাকা সুদ পাবেন।

2 বছরে কত রিটার্ন মিলবে?

যদি 2 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে সাধারণ গ্রাহকরা 6.70% হারে সুদ পাবে এবং 5 লক্ষ টাকায় মোট সুদ হবে 71,062 টাকা। এই সূত্র ধরে যদি সিনিয়র সিটিজেনরা বিনিয়োগ করে, তাহলে 7.20% হারে সুদ পাবে এবং মোট সুদের পরিমাণ দাঁড়াবে 76,703 টাকা।

3 বছরে কত রিটার্ন মিলবে?

SBI-এর এফডিতে 3 বছরের মেয়াদে সাধারণ গ্রাহকদের 6.90% হারে সুদ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে 5 লক্ষ টাকার উপর 1,13,967 টাকা সুদ পাওয়া যাবে এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই সুদ দাঁড়াবে 1,23,021 টাকা। কারণ সিনিয়র সিটিজেনরা এখানে 7.40% হারে সুদ পাবে।

আরও পড়ুনঃ হুলুস্থুল কাণ্ড! মাঠে চাষ করতে গিয়ে ৩৬ হাজার কোটি টাকার গুপ্তধন খুঁজে পেলেন কৃষক

5 বছরে কত রিটার্ন আসবে?

5 বছরের মেয়াদে স্টেট ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের 6.75% হারে সুদ দিচ্ছে। সেই হিসেবে 5 লক্ষ টাকায় সুদ হবে 1,98,749 টাকা। তবে সিনিয়র সিটিজেনরা 7.25% হারে সুদ পাবে। সেক্ষেত্রে সুদের অঙ্ক দাঁড়াবে 2,16,130 টাকায়।

তাই আজকের দিনে দাঁড়িয়ে যেখানে স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মানেই অনিশ্চয়তার ঝুঁকি থাকে, সেখানে ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই ফিক্সড ডিপোজিট হতে পারে নিঃসন্দেহে সেরা বিকল্প। তাই যদি দীর্ঘমেয়াদি বিনিয়োগের চিন্তাভাবনা করেন, তাহলে একবার স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটকে ভেবে দেখতে পারেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join