শ্বেতা মিত্র, কলকাতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) পক্ষ থেকে দেওয়া হল বড় খবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন বহু গ্রাহক। ব্যক্তিগত লোনের ওপর থেকে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে SBI। যার ফলে মাসে মাসে EMI এর পরিমাণ কম হতে চলেছে, মাসিক বাজেট করা হবে আরো সহজ। সেই সঙ্গে অগ্নিমূল্যের বাজারে কিছুটা রেহাই পাবেন বাড়ির কর্তা কর্ত্রী।
মধ্যবিত্তদের সুখবর দিল SBI
বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে SBI এর সিদ্ধান্ত। পার্সোনাল লোনের ওপর থেকে কমানো হচ্ছে সুদের হার। বর্তমানে SBI তার গ্রাহকদের ১২.৬০ শতাংশ সুদের হারে পার্সোনাল লোন দিয়ে থাকে। জরুরি পরিস্থিতিতে অনেক সময় মানুষ ব্যক্তিগত ঋণ নিতে বাধ্য হন। ব্যক্তিগত ঋণ নেওয়া হয়তো সহজ, খুব বেশি কাগজপত্রের ঝামেলা নেই, কিন্তু সুদ সমেত টাকা মেটাতে মেটাতে পকেট হালকা হতে শুরু করে।
EMI এর চাপের কথায় রেখে অনেকে লোন নিতে গিয়েও পিছিয়ে আসেন। মানুষ যাতে লোন নেওয়ার ব্যাপারে আরো উৎসাহ পান সে ব্যাপারে ব্যাঙ্ক সচেষ্ট। যার ফল স্বরূপ কমতে চলেছে পার্সোনাল লোনের ওপর সুদের হার, সর্বোপরি কমবে মাসে মাসে EMI এর অঙ্ক।
কমছে পার্সোনাল লোনে সুদের হার
পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হার কমিয়ে ১১.৬০ শতাংশ করেছে SBI । তবে এই সুবিধা শুধুমাত্র সরকারী কর্মীদের জন্য। কেন্দ্র ও রাজ্য সরকারী কর্মীরা এবার থেকে কম সুদের বিনিময়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে লোন নিয়ে পারবেন। পুলিশ ও রেল কর্মীরাও নিতে পারবেন এই সুবিধা। সরকারী কর্মীদের ব্যক্তিগত ঋণের ওপর সুদের হার কমিয়ে ১১.৬০ শতাংশ করেছে SBI।
আরও পড়ুনঃ আদালতের নির্দেশ, রোজভ্যালির টাকা ফেরাচ্ছে ED, কীভাবে আপবেন আপনি?
সরকারি কর্মী যদি ৫ বছরের জন্য ৫ লাখ টাকা লোন নেন, তবে তাঁকে প্রতি মাসে EMI গুনতে হবে মাত্র ১১,০২১ টাকা। সেক্ষেত্রে সুদ হিসেবে তাঁকে মোট দিতে হবে ১,৬১,২৮৫ টাকা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |