ফিক্সড ডিপোজিটে ৭.৯০% সুদ, প্রাইভেট ব্যাঙ্ককে টেক্কা দিয়ে নয়া স্কিম আনল SBI

Published on:

sbi

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাড়তে থাকা মূল্যবৃদ্ধির বাজারে বুড়ো বয়সের জন্য এখন থেকে সঞ্চয় না করলেই মুশকিল। তাই ছোট থেকে এবার সকলেই আজকের ভালো বিনিয়োগের স্কিম খোঁজেন। আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল এমনই একটি প্রকল্পের খোঁজ, তাও আবার ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) তরফ থেকেই। কী স্কিম? কত টাকা রিটার্ন পাওয়া যাবে? জানতে শেষ অবধি পড়ুন।

ধামাকা অফার আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

বাজারে একাধিক বিনিয়োগের স্কিম আসলেও ফিক্সড ডিপোজিটকেই সবচেয়ে নিরাপদ বলে মনে করেন প্রবীণরা। কারণ এতে সুদ কিছুটা কম পাওয়া গেলেও রিটার্নের গ্যারেন্টি পাওয়া যায়। এছাড়া সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণ নাগরিকদের কিছুটা বেশি সুদ দেওয়া হয়। উদাহরণ স্বরূপ SBI তেই ১ থেকে ২ বছরের স্থায়ী আমানত (FD) এর ক্ষেত্রে ৭% থেকে ৭.৫% পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে। তবে মাঝে মধ্যেই কিছু স্পেশাল এফডির ঘোষণা করা হয় ব্যাঙ্কের তরফ থেকেই। এমনি একটি স্কিম হল এসবিআই সর্বোত্তম স্কিম।

এসবিআই সর্বোত্তম ফিক্সড ডিপোজিট স্কিম | SBI Sarvottam FD Scheme

WhatsApp Community Join Now

SBI এর তরফ থেকে একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করা হয়েছে। যেখানে সাধারণত যে সুদ পাওয়া যায় তার থেকে অনেকটাই বেশি সুদ পাওয়া যাবে। যেমন ১ বছরের বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৭.৪০% ও প্রবীণ নাগরিকদের ৭.৫০% সুদ পাবে। আর ২ বছরের ক্ষেত্রে সাধারণ নাগরিকেরা ৭.৪০% ও প্রবীণরা ৭.৯০% সুদ পাবেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে।

আরও পড়ুনঃ স্মার্টফোন থেকে TV, বাজেটে কোন জিনিস হল সস্তা কার বাড়ল দাম? দেখে নিন তালিকা

আপনি যদি এই প্রকল্পে FD করতে চান তাহলে নূন্যতম ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে, আর সর্বোচ্চ ২ কোটি টাকা বিনিয়োগ করা যাবে। এছাড়া অন্য FD এর ক্ষেত্রে হটাৎ করে প্রয়োজন পড়লে সেটা ভেঙে টাকা পাওয়া গেলেও এক্ষেত্রে কিন্তু মেয়াদ পুরো হওয়ার আগে FD ভেঙে ফেলা যাবে না।

আরও পড়ুনঃ সরকারি পরিচয়পত্র, স্বাস্থ্যবীমা! বাজেটে ১ কোটি গিগ কর্মীদের জন্য বড় ঘোষণা

কত টাকা রিটার্ন পাওয়া যাবে?

আপনি যদি ১৫ লক্ষ টাকা ২ বছরের জন্য এই বিশেষ ফিক্সড ডিপোজিট প্রকল্পে রাখেন তাহলে ২ বছরে সেটা ২ লক্ষ ৩৬ হাজার ৯১৯ টাকা সুদ দেবে। অর্থাৎ ২ বছর পর আপনি ১৭ লক্ষ ৩৬ হাজার ৯১৯ টাকা ফেরত পাবেন। এক্ষেত্রে ফেরত পাওয়া টাকার পরিমাণ অনেকটা বেশি তবে, এই FD করার আগে বাকি শর্তগুলিও মাথায় রাখতে হবে।

সঙ্গে থাকুন ➥
X