SBI নাকি PNB, ফিক্সড ডিপোজিট কে দিচ্ছে বেশি সুদ? দেখে নিন সোজা হিসেব

Published:

sbi vs pnb which bank offer higher interest rates in fixed depost scheme
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে কমবেশি সকলেই চান। তবে সঠিক ও নিরাপদ বিনিয়োগের মাধ্যম সব খুঁজে পাওয়াটা অনেক সময় মুশকিল হয়ে যায়। এক্ষেত্রে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম সবদিক থেকেই শ্রেয় বলা যেতে পারে। সরকারি হোক বা বেসরকারি সমস্ত ব্যাঙ্কেই FD করা যেতে পারে। তবে আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মধ্যে কোথায় এফডি করবেন ভাবছেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।

ফিক্সড ডিপোজিট স্কিম

Fixed Deposit স্কিম সম্পর্কে কমবেশি সকলেই জানেন। যে কোনো ব্যাঙ্কে এই প্রকল্পে একটা নির্দির্ষ্ট দিনের জন্য টাকা রাখলে তার উপর সাধারণ সেভিংস অ্যাকাউন্টার তুলনায় একটু বেশি সুদ পাওয়া যায়। তবে বিনিয়োগের মেয়াদের উপরে সুদের হার নির্ভর করে। আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত সুদ দেওয়া হয়ে থাকে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার । SBI FD Scheme Interest

আপনি যদি একজন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হন তাহলে ৩ থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিট করলে ৬.৭৫% সুদ পেয়ে যাবেন। এক্ষেত্রে যদি আপনি সিনিয়ার সিটিজেন হন তাহলে ০.৫০ শতাংশ বেশি সুদ অর্থাৎ ৭.২৫% সুদ পাবেন। এছাড়া যদি সুপার সিনিয়ার সিটিজেন বা ৮০ বছরের ঊর্ধ্বের কেউ বিনিয়োগ করেন তাহলে ৭.৮% পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার । PNB FD Scheme Interest

যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে থালে স্টেট ব্যাঙ্কের তুলনায় একটু বেশি সুদ পেতে পারেন। যেমন ২-৩ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭% সুদ পাওয়া যাবে। যেটা প্রবীণদের ক্ষেত্রে ৭.৫% ও সুপার সিনিয়ার সিটিজেনদের জন্য ৭.৮% সুদ দেবে।

SBI নাকি PNB কে দিচ্ছে বেশি সুদ?

বর্তমান হিসাব অনুযায়ী স্টেট্ ব্যাঙ্কের তুলনায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিছুটা হলেও বেশি সুদ দিচ্ছে। তাই যদি এখন ৩ বছরের জন্য টাকা ফিক্স করতে চান তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রাখলে কিছু টাকা বেশি রিটার্ন পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join