সৌভিক মুখার্জী, কলকাতা: ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) মানেই নিরাপদ বিনিয়োগের বিকল্প। হ্যাঁ, এমনটাই ভাবেন অনেকে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য সবথেকে ভরসার জায়গা ফিক্সড ডিপোজিট। তবে এবার দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI বিরাট ধাক্কা দিল গ্রাহকদের। 2025 এর 16 মে থেকে স্টেট ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে। আর এই হ্রাস এসেছে মাত্র এক মাসের মধ্যেই। এর আগে 15 এপ্রিলেও তারা বিরাট কাটছাঁট করেছিল ফিক্সড ডিপোজিটের সুদের হারে।
কতটা কমলো সুদের হার?
বেশ কিছু সূত্র মারফত খবর, সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে এবার 20 বেসিস পয়েন্ট বা 0.20% সুদের হার কাটছাঁট করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এখন SBI তাদের বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 3.30% থেকে 6.70% বার্ষিক সুদ দিচ্ছে।
সূত্র বলছে, এই হার ছিল আগে 3.50% থেকে 6.90%। অর্থাৎ, যারা স্বল্প বা দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করতেন, তাদের প্রত্যেকের উপরেই এই নয়া সুদের হারের প্রভাব পড়বে।
অমৃত বৃষ্টি যোজনা’তেও কাটছাঁট
শুধুমাত্র ফিক্সড ডিপোজিট নয়, ব্যাঙ্কের বিশেষ স্কিম অমৃত বৃষ্টি যোজনাতেও এবার বিরাট কাটছাঁট করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এই স্কিমটি 444 দিনের মেয়াদের জন্য চালু ছিল। যেখানে আগে সাধারণ গ্রাহকরা 7.05% হারে সুদ পেতেন। তবে এখন এই সুদের হার কমিয়ে 6.85% করা হয়েছে।
আরও পড়ুনঃ ভারতের রাস্তা দিয়ে ১,৩৪,৩৯,৩০,২০,৫০০ টাকার ব্যবসা! ঝটকা খেয়েই মুখ খুলল বাংলাদেশ
প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার কেমন থাকছে?
ভারতীয় স্টেট ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য আগের মতোই বাড়তি সুবিধা বজায় রেখেছে। এখন থেকে সাধারণ প্রবীণ নাগরিকরা 7.35% বার্ষিক সুদ পাবে। পাশাপাশি 80 বছরের ঊর্ধ্বে সুপার সিনিয়র সিটিজেনরা 7.45% ধরে সুদ পাবে।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে, মুদ্রাস্ফীতির হার এবং বাজারের তারতম্য বজায় রাখার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি যেভাবে মনিটারি পলিসিতে পরিবর্তন এনেছে, তারই প্রভাব গিয়ে পড়ছে ফিক্সড ডিপোজিটের সুদের হারের উপর। আর অন্যান্য ব্যাঙ্কের মতো SBI এবার সেই পথকেই বেছে নিল।