৭.৭৫% রিটার্ন! বছর শেষে স্পেশাল FD স্কিমে চড়া সুদ দিচ্ছে SBI

Published on:

state bank of india amrit kalash scheme special fixed deposit sheme with high interest

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে সঠিক বিনিয়োগের স্কিম খুঁজছেন অনেকেই। কারণ এখন থেকে সঞ্চয় না করতে পারলে ভবিষ্যতে আর্থিক প্রয়োজনে টাকা পাওয়া মুশকিল হয়ে যাবে। আপনিও কি একটা ভালো বিনিয়গের বিকল্প খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনারই জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

SBI এর দুর্দান্ত সঞ্চয়ী প্রকল্প

ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে রেকারিং ডিপোজিট এর মত একাধিক প্রকল্প অফার করে ব্যাঙ্ক। তবে আজকে আপনাদের বলব এসবিআই এর স্পেশাল ফিক্সড ডিপোজিট সম্পর্কে যেখানে মোটা সুদ পাওয়া যাবে।

স্টেট ব্যাঙ্কের অমৃত বৃষ্টি স্কিম

স্টেট ব্যাঙ্কের তরফ থেকে একটি বিশেষ প্রকল্প চালু করা হয়েছে, যার নাম অমৃত বৃষ্টি প্রকল্প। এই প্রকল্পে ৭.২৫% সুদ পাওয়া যাবে ফিক্সড ডিপোজিট করলে। এই স্কিমে ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিট করলে সাধারণ স্কিমের তুলনায় বেশি সুদ পাওয়া যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

FD-তে কত সুদ দিচ্ছে SBI?

সাধারণত ১ বছরের FD-তে ৬.৭৫% সুদ পাওয়া যায়  আপনি যদি তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে তাহলে ৬.৭৫% সুদ পাওয়া যাবে। আর যদি ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ৬.৫% সুদ পাওয়া যাবে।

সিনিয়ার সিটিজেনদের জন্য স্পেশাল রেট

সাধারণ গ্রাহকদের তুলনায় সিনিয়ার সিটিজেনদের জন্য বেশি সুদ অফার করে এসবিআই। যদি কোনো প্রবীণ ব্যক্তি ১ বছরের জন্য FD করেন তাহলে ৭.৩% সুদ দেওয়া হয়। যদি ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ৭.২৫% সুদ দেওয়া হয়। আর যদি ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ৭.৫০% পর্যন্ত সুদ পাওয়া যাবে।

তবে এই স্কিম ছাড়াও অনেক সময় আলাদা করে কিছু স্পেশাল স্কিম চালু থাকে। তাই যদি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে নিকটবর্তী এসবিআই ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group