ফিক্সড ডিপোজিটের সুদের উপর বসতে পারে ১৫% ট্যাক্স! দাবি SBI-র রিপোর্টে

Published:

SBI Suggests 15 Percent Flat Tax on Earning from Fixed Deposit
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ  ভবিষ্যতের কথা ভেবে অর্থ সঞ্চয় কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকাল ছোট বড় সকলেই বোঝেন। সবচেয়ে নিরাপদ স্কীমে যদি বিনিয়োগ করতে চান তাহলে একটাই উত্তর আসবে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। প্রবীণরা তো বটেই আজকাল রিটার্ন ভালো পাওয়ায় অনেকেই ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে বেশি পছন্দ করছেন। কিন্তু এবার বাজেটের আগেই FD এর থেকে আসা আয়ের উপর ১৫% ট্যাক্স নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) তরফ থেকে।

FD থেকে আয়ে ১৫% ট্যাক্স

বাজেট প্রকাশের আগে প্রতিবারের মত এবছরেও প্রি বাজেট বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই SBI এর তরফ থেকে করা একটি রিসার্চের রিপোর্টে ফিক্সড ডিপোজিটের উপর এই ট্যাক্স বসানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, এই ট্যাক্স সর্বোচ্চ আয়ের শ্রেণী থেকে আলাদা করে অন্যান্য আয়ের মত FD থেকে আসা আয়কে শুধুমাত্র সেটা টাকা তোলার সময় কর যুক্ত করা উচিত।

এই মুহূর্তে ফিক্সড ডিপোজিট থেকে আসা সুদের উপর ট্যাক্স দিতে হয় বা ভালো ভাবে বলতে গেলে FD থেকে আসা আয়কে ওই ব্যক্তির সর্বোচ্চ ট্যাক্স স্ল্যাবের হিসাবেই গণ্য করে কর দিতে হয়। কিন্তু মিউচুয়াল ফান্ড বা স্টকের ক্ষেত্রে কিন্তু তেমনটা করা হয় না। এক্ষেত্রে শুধুমাত্র যখন স্টক বা মিউচুয়াল ফান্ড তোলা হয় তখনই ট্যাক্স চাপানো হয়। এছাড়াও সরকারের লম্বা সময়ের জন্য (Long Term) ও কম সময়ের (Short Term) জন্য আলাদা ফ্লাট ট্যাক্স রেট জারি করছে।

ফিক্সড ডিপোজিটের উপর ট্যাক্সের পরিবর্তন হল প্রভাব পড়বে আয়ের উপর?

যদি ফিক্সড ডিপোজিটের থেকে আসা আয়ের উপর ফ্লাট ১৫% ট্যাক্স লাগা হয় তাহলে এসবিআই এর রিপোর্ট অনুয়ায়ী মোট ১০,৫০০ কোটি টাকার আয় কমে যাবে। সেক্ষেত্রে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ বেশ কিছুটা কমে যাবে।

আরও পড়ুনঃ Jio-Airtel এর মাথায় বাজ! মাত্র ২০ টাকায় অর্ধেক বছরের ভ্যালিডিটি দেবে BSNL

প্রসঙ্গত, ওই একই রিপোর্টে মধ্যবিত্তদের উপর থেকে ট্যাক্সের বোঝা কম করার জন্যও প্রস্তাব রাখা হয়েছে। যাঁরা বছরে ১০ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে আয় করেন তাদের নতুন ট্যাক্স রিজিমে ১৫% ট্যাক্সের আওতায় আনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন মধ্যবিত্তরা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join