SIP না RD, কোথায় টাকা রাখা বেশি উপযোগী! বিনিয়োগের আগে করে নিন ডাউট ক্লিয়ার

Published on:

sip vs rd

শ্বেতা মিত্রঃ নিজের ভবিষ্যতের চিন্তা করে সকলেই কিছু না কিছু করে থাকেন। কেউ ব্যাংকে টাকা রাখেন তো কেউ কেউ আবার বিনিয়োগ (Investment) করেন। আবার অনেকেই আছেন যারা ফিক্সড ডিপোজিট করেন। তবে একটা ভয় সকলকেই তাড়া করে বেরায়, আর সেটাই হল টাকাটা সুরক্ষিত থাকবে তো? ঠিকঠাকভাবে রিটার্ন আসবে তো? যাইহোক, বর্তমান সময়ে আমাদের সামনে বিনিয়োগের নানান বিকল্প রয়েছে। যেগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হল SIP এবং রেকারিং ডিপোজিট বা RD। আজ এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরা হবে কোন জিনিসে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

SIP কী?

বিনিয়োগের আগে অবশ্যই জানতে হবে যে এসআইপি জিনিসটি ঠিক কী? SIP-র পুরো কথার অর্থ হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটি একটি বিনিয়োগের বিকল্প যা ব্যক্তিদের মিউচুয়াল ফান্ডে নিয়মিত বিরতিতে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে সাহায্য করে। এটি মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে আপনি টাকা বিনিয়োগ করতে পারেন।

আরডি কী?

এবার আসা যাক RD প্রসঙ্গে। যারা প্রথমবারের মতো কোথাও বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন তাহলে এইটা আরডি খুবই ভালো জিনিস। ব্যাঙ্কের তরফে তৈরী করা আরডি স্কিমে প্রতি মাসে একটি পূর্বনির্ধারিত সময়ের মধ্যে অ্যাকাউন্টে টাকা জমা করতে হয়। আর প্রতি মাসে যে পরিমাণ অর্থ জমা করতে হয়, সেটাই ডিউ হিসেবে পরিচিত। অ্যাকাউন্টধারীরা প্রতি মাসে নগদ অথবা লোকাল চেকের মাধ্যমে টাকা জমা করতে পারেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

RD না SIP কোনটা ভালো?

এখন প্রশ্ন উঠতেই পারে যে RD না SIP কোনটা ভালো? কোনটায় বিনিয়োগ করলে আপনাকে আর চিন্তা করতে হবে না? তাহলে জেনে নিন বিশদে।

বিনিয়োগের ধরণ

বিনিয়োগকারীরা আরডির সঙ্গে সংযুক্ত একটি ব্যাংক অ্যাকাউন্টে মাসিক, ত্রৈমাসিক বা অর্ধ-বার্ষিক হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ জমা দেয়। যেখানে এসআইপিগুলিতে বিনিয়োগকারীরা পূর্বনির্ধারিত বিরতিতে অর্থাৎ সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক হিসেবে মিউচুয়াল ফান্ড স্কিমগুলিতে বিনিয়োগ করেন।

কে ভালো রিটার্ন দেয়

আরডি করলে আপনি সুদের হার হিসেবে ৫ থেকে ৯% পেয়ে যাবেন। প্রবীণ নাগরিকদের জন্য কিছুটা বেশি হার রয়েছে। এই হারগুলি পুরো সময়ের জন্য লক করা হয়। সেখানে অন্যদিকে এসআইপি রিটার্নের গ্যারান্টি দেয় না। নির্বাচিত মিউচুয়াল ফান্ডের ধরন (ইক্যুইটি বা ঋণ) এবং সামগ্রিক বাজারের পারফরম্যান্সের উপর নির্ভর করে এসআইপির সুদ ওঠানামা করতে পারে। রিটার্নের দিক থেকে তাকালে দেখা যাবে, গত ৫-১০ বছরে ইক্যুইটি এসআইপি ১২% থেকে ২২% এর মধ্যে রিটার্ন দিয়েছে।

সময়কাল

আরডি ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত একটি নির্দিষ্ট পরিপক্কতার সময়কাল থাকে। বিনিয়োগকারীরা মেয়াদপূর্তিতে সঞ্চিত সুদের সঙ্গে মূল পরিমানের টাকা পেয়ে যান। যদিও এসআইপির কোনও পূর্বনির্ধারিত সময়কাল নেই। বিনিয়োগকারীরা তাদের দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনের জন্য যে কোনও পছন্দসই সময়ের জন্য বিনিয়োগ চালিয়ে যেতে পারেন। সেখানে এই এই দুই ক্ষেত্রেই কিন্তু ঝুঁকির সম্ভাবনা রয়েছে।

কীসে বিনিয়োগ করবেন ভাবছেন?

এখন কোনটায় বিনিয়োগ করবেন ভাবছেন? SIP ও RD- এর মধ্যে পছন্দটি আপনার আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি সহনশীলতার উপর নির্ভর করে। এসআইপিগুলি বাজারের বিনিয়োগের মাধ্যমে উচ্চ রিটার্নের সম্ভাবনা সরবরাহ করে তবে ঝুঁকিও রয়েছে। অন্যদিকে, আরডিগুলি স্থির, গ্যারান্টিযুক্ত রিটার্নের সঙ্গে মূলধন সুরক্ষাকে অগ্রাধিকার দেয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group