তিন দশকে প্রথম! ১৫০% বাড়ল এই ভাতা, সরকারি কর্মীদের জন্য বিরাট খবর

Published on:

State Government

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি অফিসে অতিথি আপ্যায়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্ধ! কি শুনতে অবাক লাগছে? আসলে গুজরাট সরকারের (Gujarat State Government) অর্থ দপ্তরের তরফ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, এবার সরকারি আধিকারিকদের চা, বিস্কুট বা অন্যান্য হালকা খাবার খাওয়ার জন্য 150 শতাংশ পর্যন্ত অর্থ বাড়ানো হবে।

আর এই ঘোষণা 2025 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে বলেই সূত্র মারফত খবর। আসলে এর পেছনে রয়েছে বহুদিনের পুরনো দাবি। জানা গেল, 1998 সাল থেকে এই খাতে বরাদ্দ একবারও বাড়েনি।

কী বলছে নয়া নির্দেশিকা?

গুজরাট সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি হয়েছে। আর সেখানেই এই খরচের অনুমোদন দেওয়া হয়। জানা যাচ্ছে, অফিসে অতিথি, আমন্ত্রিত ব্যক্তি বা দর্শনার্থীদের আপ্যায়নের যে খরচ হবে, তা এবার সংশ্লিষ্ট অফিসারদের পদ অনুযায়ী বরাদ্দ করা হবে। 

কোন পদে কতটা বরাদ্দ বাড়লো?

এখনও পর্যন্ত বেশ কিছু সূত্র মারফত খবর, সচিব ও দপ্তর প্রধানদের বার্ষিক স্ন্যাক্স অ্যালাউন্স 10,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপ সচিব, আঞ্চলিক প্রধান, অতিরিক্ত কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট ইত্যাদি পদের জন্য 5,000 টাকা থেকে বাড়িয়ে 12,500 টাকা করা হয়েছে। পাশাপাশি জেলা স্তরের অন্যান্য দপ্তর প্রধান, যারা জেলা ম্যাজিস্ট্রেটের কোন পদ নেই, তাদের 3,000 টাকা থেকে বাড়িয়ে 7,500 টাকা করা হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

একজন অতিথির জন্য কত খরচ করা যাবে?

বেশ কিছু সূত্র মারফত খবর, সচিব বা বিভাগীয় প্রধানের ক্ষেত্রে একজন অতিথির জন্য 20 টাকা থেকে খরচ বাড়িয়ে 50 টাকা করা হয়েছে। এমনকি বাকি আধিকারিকদের এই খরচ 15 টাকা থেকে বাড়িয়ে 35 টাকা করা হয়েছে। তবে বলে রাখি, এই খরচের সীমা লঙ্ঘন না করতেও কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে 10% অতিরিক্ত খরচ করা যেতে পারে।

আরও পড়ুনঃ ‘আমি মধ্যস্থতা করিনি কিন্তু…’, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ইউ-টার্ন ট্রাম্পের

অতিরিক্ত খরচ হলে কী হবে?

যদি কোনও অনুষ্ঠান বা বিশেষ প্রয়োজনে 10% এর বেশি খরচ হয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট আধিকারিককে বিস্তারিত ব্যাখ্যা সহ ফাইল জমা দিতে হবে। এমনকি প্রতি বছরের 15 এপ্রিলের মধ্যে সেই ফাইল অর্থদপ্তরে পাঠাতে হবে। এক কথায় গুজরাট সরকারের এই সিদ্ধান্তে সরকারি কর্মচারী তথা রাজ্যের সামগ্রিক উন্নয়নের দিশা দেখা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥