জানুয়ারিতে বাড়ল বেতন, DA বৃদ্ধির সঙ্গে মিলবে ৩% ইনক্রিমেন্ট! হয়ে গেল ঘোষণা

Published on:

government employees

প্রীতি পোদ্দার: প্রতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) দু’বার সংশোধন করা হয়। প্রথমবার জানুয়ারিতে এবং দ্বিতীয়বার জুলাইয়ে। সম্পূর্ণটা AICPI সূচকের গড়ের ওপর ভিত্তি করে করা হয়। আর সেই অনুযায়ী গত বছর ২০২৪ এও কেন্দ্রীয় সরকারী কর্মীদের জানুয়ারিতে DA এর পরিমাণ ৪ শতাংশ বাড়ানো হয়েছিল। এবং DA এর পরিমাণ গিয়ে দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। এরপর কয়েক মাস কাটতেই ফের কেন্দ্রীয় কর্মীদের DA এর পরিমাণ আরও ৩ শতাংশ বাড়ানো হয়েছিল। যার ফলে বর্তমানে DA এর পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। আর সেই একই ধাঁচে এবার চলতে শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন বছরে বড় চমক উত্তরপ্রদেশ সরকারের

সূত্রের খবর, নতুন বছর পড়তেই জানুয়ারি মাসে বেশ লাভবান হতে চলেছে উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মীরা। জানা গিয়েছে এবার দুই ধরনের ইনক্রিমেন্ট মিলবে এই রাজ্যের সরকারী কর্মীদের। বর্তমানে সরকারী কর্মীরা সমকেন্দ্রীয় হারে ৫৩ শতাংশ DA পায় এবার সেই DA আরও ৩ শতাংশ বৃদ্ধি করা হতে চলেছে। অর্থাৎ তিন শতাংশ বৃদ্ধির পর সেই DA এর পরিমাণ হতে চলেছে ৫৬ শতাংশে। অন্যদিকে, রাজ্যের যে সকল কর্মীরা জুলাই মাসে ইনক্রিমেন্ট পান না, তাদেরকেও নতুন চমক দিতে চলেছে রাজ্য সরকার। জানুয়ারিতে সেই সব কর্মীরাও ৩ শতাংশ অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হবে।

DA বাড়াল মণিপুরও

বিশেষ সূত্রে জানা গিয়েছে নতুন বছর পড়তেই জানুয়ারিতে এই প্রক্রিয়া শুরু হবে এবং বর্ধিত মহার্ঘ ভাতা কর্মীদের ফেব্রুয়ারির বেতনের সঙ্গে যুক্ত করা হবে। তার জন্য ইতিমধ্যেই নানা প্রস্তুতি শুরু করে দিয়েছে কর্মী ও অর্থ বিভাগে। কেন্দ্র থেকে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশেও নির্দেশ দেওয়া হবে। এদিকে ইতিমধ্যে নতুন বছরে জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ৭ শতাংশ DA বাড়িয়েছে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আগে যেখানে সরকারী কর্মীরা ৩২ শতাংশ হারে DA পেত, বর্তমানে কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে হবে ৩৯ শতাংশ। যার ফলে সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক কিছুটা কমল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অন্যদিকে জোর তোড়জোড় চলছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের। খুব শীঘ্রই বছরের শুরুতেই ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA এর পরিমাণ। যদিও জানুয়ারি ২০২৫ এর DA সংশোধন করা হবে জুলাই থেকে ডিসেম্বর ২০২৪ এর AICPI ডেটার ওপর ভিত্তি করে। যার ফলে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা মার্চ মাসে হয়। তবে মার্চ বা এপ্রিলের বেতনের সঙ্গে DA এর টাকা এরিয়ার হিসেবে আসতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group