শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকার হোক কিংবা রাজ্য সরকার, দেশের সাধারণ মানুষদের জন্য হামেশাই কিছু না কিছু করে চলেছে। বিশেষ করে দেশ তথা বিভিন্ন রাজ্যের মহিলা, শিশুদের জন্য কোনো না কোনো পদক্ষেপ নিয়েই চলেছে সরকার। এবারও সেটার ব্যতিক্রম হবে না। তবে এবার রাজ্য সরকার যা সিদ্ধান্ত নিল সেটার দরুন উপকৃত হবেন লক্ষ লক্ষ মহিলা। এবার বিধবা, বিবাহ বিচ্ছিন্না, সর্বোপরি বেকার মহিলাদের পেনশন (Pension) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আপনিও যদি মহিলা হয়ে থাকেন এবং ভারতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি পড়ে ফেলুন।
মহিলাদের পেনশন দেওয়ার সিদ্ধান্ত সরকারের
স্বাধীনতা সংগ্রামীদের বিধবা, তালাকপ্রাপ্ত ও অবিবাহিত কন্যাদের পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার। তবে রয়েছে শর্ত। যেমন যে সকল এই পেনশনের জন্য আবেদন জানাবেন বলে ভাবছেন তাঁদের আগে থেকে কোনো সরকারি সুবিধা নেওয়া থাকলে হবে না। সেইসঙ্গে বেকার হতে হবে।
এর পাশাপাশি, হরিয়ানা সরকার ২০০৯ সালের ১২ জুন জারি করা আগের নির্দেশিকা সংশোধন করেছে এবং প্রতিবন্ধী অবিবাহিত বেকার ছেলেকে পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছে। হরিয়ানা সরকার ২০০৯ সালের ১২ জুন জারি করা পূর্ববর্তী নির্দেশিকা সংশোধন করে বেকার অবিবাহিত কন্যা, বিধবা এবং স্বাধীনতা সংগ্রামী বা তাদের স্ত্রীদের মৃত্যুর পরে ডিভোর্স হওয়া মেয়েদের রাজ্য সম্মান পেনশন পাওয়ার জন্য পেনশনের যোগ্যতার আওতায় অন্তর্ভুক্ত করেছে। সেই সঙ্গে প্রতিবন্ধী অবিবাহিত বেকার ছেলের জন্যও বড় ঘোষণা করা হয়েছে।
দেওয়া হবে পেনশন
৭৫ শতাংশ পর্যন্ত প্রতিবন্ধী অবিবাহিত বেকার ছেলেদেরও এই পেনশন দেওয়া হবে। প্রতিবন্ধী অবিবাহিত বেকার ছেলেরা পেনশন পাবেন। যদি একাধিক যোগ্য সন্তান পেনশনের অধিকারী হন, তবে এই ক্ষেত্রে পেনশনের একটি আনুপাতিক অংশ দেওয়া হবে।