Indiahood-nabobarsho

এবার মহিলারা পাবেন ২১০০ টাকা, অক্ষয় তৃতীয়ার আগে ঘোষণা সরকারের

Published on:

lado lakshmi yojana

সহেলি মিত্র, কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগে বিরাট চমক দিল রাজ্য সরকার। মহিলাদের জন্য করা হল বিরাট ঘোষণা। এমনিতে মহিলাদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকার নানা রকম প্রকল্প চালাচ্ছে। যার দরুণ আর্থিক সাহায্যও পাচ্ছেন মহিলারা। তবে এবার এক রাজ্য সরকার মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা করে দেওয়ার ঘোষণা করল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন সরকার এই ঘোষণা করেছে আর কারা লাভবান হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা দেওয়ার ঘোষণা

আজ কথা হচ্ছে হরিয়ানা সরকারের একটি অত্যন্ত চমৎকার প্রকল্প নিয়ে। এই প্রকল্পের নাম লাডো লক্ষ্মী যোজনা (Lado Lakshmi Yojana) । হরিয়ানা সরকার অর্থনৈতিকভাবে দুর্বল, অভাবী এবং দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী মহিলাদের জন্য লাডো লক্ষ্মী যোজনা চালু করতে চলেছে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এই প্রকল্পের জন্য ৫ হাজার কোটি টাকার বাজেটের ব্যবস্থা করেছেন। এই প্রকল্পের আওতায়, হরিয়ানা সরকার রাজ্যের মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে।এই প্রকল্প চালু হওয়ার পর, নারীরা কেবল আর্থিক সহায়তাই পাবেন না, বরং সমাজের ভিত্তিও মজবুত হবে, যেখানে পুরুষদের পাশাপাশি নারীরাও দেশের উন্নয়নে সমান ভূমিকা পালন করবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সোনার দাম নিয়ে দুঃসংবাদ, আগুন ঝরাচ্ছে রুপোও! দেখুন আজকের রেট

উপকৃত হবেন মহিলারা

হরিয়ানা সরকারের লাডো লক্ষ্মী যোজনার সুবিধা শুধুমাত্র রাজ্যের স্থায়ী মহিলাদেরই দেওয়া হবে। ২৩ থেকে ৬০ বছরের মধ্যে বয়স সম্পন্ন মহিলারা এই স্কিমে আবেদন করতে পারবেন। হরিয়ানা সরকারের লাডো লক্ষ্মী যোজনা চালু হওয়ার পর, মহিলাদের রাজ্যের অন্ত্যোদয় সরল পোর্টালে যেতে হবে। আপনি এই পোর্টালে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন। আবেদন করার জন্য, মহিলাদের https://saralharyana.gov.in/ এই সরকারি ওয়েবসাইট ভিজিট করতে হবে। তবে এখানে জানিয়ে রাখি, যেসব মহিলা ইতিমধ্যেই বার্ধক্য ভাতা পাচ্ছেন, তাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। যত দ্রুত এই স্কিম শুরু করা যায় সে ব্যাপারে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group