শ্বেতা মিত্রঃ ২০২৪ সাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর মুখে হাসি ফোটালো রাজ্য সরকারের এক সিদ্ধান্ত। একপ্রকার সকলকে ক্রিসমাসের উপহার দিলেন মুখ্যমন্ত্রী। আসলে বড়দিনের প্রাক্কালে রাজ্যের সরকারি কর্মচারীদের উপহার দিয়েছে ঝাড়খণ্ড সরকার। মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের প্রদেয় মহার্ঘ ভাতা (Dearness allowance) এক ধাক্কায় ৩ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
৩ শতাংশ DA বাড়াল সরকার
এখন থেকে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে সংশোধিত বেতন স্কেলে ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার সম্প্রতি তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। এবার কেন্দ্রের দেখাদেখি একইভাবে, ঝাড়খণ্ড সরকার ২০২৪ সালের ১ জুলাই থেকে বর্ধিত মহার্ঘ ভাতা প্রদানের অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই বৃদ্ধির সুবিধা সমানভাবে পাবেন।
রাজ্য সরকারের বিভিন্ন দফতরে বিভিন্ন স্তরের মোট ৫,৩৩,৭৩৭টি পদ অনুমোদিত রয়েছে। এসব অনুমোদিত পদের বিপরীতে ১ লাখ ৮৩ হাজার ১৬টি পদে কর্মরত রয়েছে। রাজ্য সরকার নিয়মিত পদে কর্মরত কর্মচারীদের বেতন ভাতা বাবদ বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয় করে।
বড় সিদ্ধান্ত ক্যাবিনেটের
মন্ত্রিসভা প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযানের (পিএম-ঊষা) অধীনে অনুমোদিত প্রকল্প অনুসারে ৯৯.৫৬ কোটি টাকা ব্যয়ে হাজারিবাগে বিনোবা ভাবে বিশ্ববিদ্যালয়ের নতুন নির্মাণের জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছে। ঝাড়খণ্ড বিধানসভার আগামী অধিবেশনে ঝাড়খণ্ডের জনস্বাস্থ্য পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবা পরিচালনার বিষয়ে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট পেশ করার প্রস্তাবেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।