সহেলি মিত্র, কলকাতা: উৎসবের আবহে লটারি লাগল লক্ষ লক্ষ সরকারি কর্মীর। আবারো এক দফায় ডিএ (DA) বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করল সরকার। সেইসঙ্গে আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য সরকারের তরফে। আসলে তামিলনাড়ুর ডিএমকে সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের উপহার দিয়েছে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন মহার্ঘ্য ভাতা বৃদ্ধি, ছুটি সম্পর্কিত সহ নয়টি প্রকল্প অনুমোদন করেছেন। তামিলনাড়ু বিধানসভায় মুখ্যমন্ত্রী এই প্রকল্পগুলি ঘোষণা করেছেন। সরকারের সিদ্ধান্তের ফলে ব্যাপকভাবে লাভবান হবেন রাজ্যের ১৬ লক্ষ কর্মী।
DA বাড়ল সরকারি কর্মীদের
রাজ্য সরকার কর্মচারীদের জন্য ডিএ দুই শতাংশ বৃদ্ধি করেছে। এর ফলে শিক্ষক, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগী সহ প্রায় ১৬ লক্ষ কর্মচারী উপকৃত হবেন। এই বৃদ্ধির কারণে, সরকারকে প্রতি বছর অতিরিক্ত ১,২৫২ কোটি টাকা ব্যয় করতে হবে। জানা গিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে থেকে এই ডিএ কার্যকর হবে।
এছাড়াও সরকারি কর্মচারী এবং শিক্ষকদের তাদের পরিবারের সাথে উৎসব উদযাপনে সহায়তা করার জন্য, বিদ্যমান ১০,০০০ টাকার উৎসব অগ্রিম এখন ২০,০০০ টাকা বৃদ্ধি করা হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, চলতি বছর থেকে, শিশুদের উচ্চশিক্ষায় বৃত্তিমূলক শিক্ষার জন্য ১,০০,০০০ টাকা দেওয়া হবে। কলা, বিজ্ঞান এবং পলিটেকনিকের জন্য এটি ৫০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে।
বিয়ের জন্য দেওয়া হবে ৫ লক্ষ টাকা
এতদিন পর্যন্ত, মহিলা কর্মীরা বিয়ের জন্য অগ্রিম হিসেবে ১০,০০০ টাকা এবং পুরুষ কর্মীরা ৬,০০০ টাকা পেতেন। এখন সকল কর্মচারীর জন্য এটি ৫,০০,০০০ টাকায় উন্নীত করা হবে।
বোনাস বৃদ্ধি
সরকার অবসরপ্রাপ্ত সি অ্যান্ড ডি ক্যাটাগরির কর্মচারী, ব্যক্তিগত পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের বার্ষিক পোঙ্গল উৎসব বোনাস ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করেছে। এর ফলে প্রায় ৪.৭১ লক্ষ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগী উপকৃত হবেন। সরকার অতিরিক্ত ২৪ কোটি টাকা ব্যয় করবে।
এছাড়াও সরকার পেনশনভোগীদের উৎসব উদযাপনে সহায়তা করার জন্য প্রদত্ত অগ্রিম ৪,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬,০০০ টাকা করেছে। এর ফলে প্রায় ৫২,০০০ পেনশনভোগী উপকৃত হবেন এবং সরকারের অতিরিক্ত ১০ কোটি টাকা খরচ হবে।পুরাতন পেনশন প্রকল্প, অবদানমূলক পেনশন প্রকল্প এবং সমন্বিত পেনশন প্রকল্পের গভীর অধ্যয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুনঃ প্রতি মাসে নিশ্চিত ৯৩৭৫ টাকা আয়, LIC-র নতুন ফিক্সড ডিপোজিট স্কিমে দুর্দান্ত লাভ
মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি
২০২১ সালের জুলাই থেকে মাতৃত্বকালীন ছুটি নয় মাস থেকে এক বছর বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, এটি এখন প্রবেশন সময়ের মধ্যে গণনা করা হবে।
আগে ১৫ দিনের ‘আর্নড লিভ’-র পরিবর্তে টাকা পাওয়া যেত। কোভিড মহামারীর সময় তা স্থগিত করে দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ফের সেই নিয়ম চালু করা হবে। আর তার ফলে প্রায় আট লাখ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক উপকৃত হবে। আর কোষাগার থেকে বাড়তি ৩,৫৬১ কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |