Indiahood-nabobarsho

DA নয়, তবে ১৩ বছর পর আড়াই গুণ বাড়ল ভাতা! কপাল খুলল এই রাজ্য সরকারি কর্মীদের

Published on:

government employee

সহেলি মিত্র, কলকাতা: দীর্ঘ ১৩ বছর পর কপাল খুলল সরকারি কর্মীদের (Government Employee)। কয়েকদিন আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। আসলে মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীরা বর্তমানে নতুন আর্থিক বছর চুটিয়ে উপভোগ করছেন। কারণ এপ্রিল ও মে মাসে মহার্ঘ্য ভাতা, পদোন্নতি, নতুন বদলি নীতি এবং আরও অনেক কিছুর ঘোষণা করা হয়েছে। তবে এবার এবার রাজ্য সরকার রাজধানী ভোপালে নিযুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরেকটি বড় উপহার দিয়েছে। সকলের আরও একটি ভাতা বৃদ্ধি করা হল। এর জেরে লাভবান হবেন অনেকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মধ্যপ্রদেশের মোহন যাদব সরকার কর্মচারীদের ‘মন্ত্রক ভাতা’ও বৃদ্ধি করেছে, যা মে মাসের বেতনের সঙ্গে যোগ করা হবে। আপনাকে জানিয়ে রাখি যে মন্ত্রকে নিযুক্ত সমস্ত কর্মচারী এর সুবিধা পাবেন। এক লাফে আড়াই গুণ বেড়েছে ভাতা।

১৩ বছর পর মিলবে সুবিধা

আসলে, গত ১৩ বছর ধরে মন্ত্রকে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মন্ত্রক ভাতা বাড়ানো হয়নি। এমন পরিস্থিতিতে এবার কর্মকর্তা-কর্মচারীদের মন্ত্রক ভাতা ২.৫৭ গুণ বৃদ্ধি করা হয়েছে। সাধারণ প্রশাসন বিভাগ থেকে একটি আদেশও জারি করা হয়েছে, যাতে লেখা আছে যে এই অর্থ মে মাসের বেতনে প্রদান করা হবে। এদিকে সরকারের এহেন সিদ্ধান্তে সরকারি কর্মচারী খুশি। কারণ তারা ১৩ বছর পর এই সুবিধা পেয়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ হাওড়া, শিয়ালদায় দেরিতে চলছে অজস্র ট্রেন! কারণ হিসেবে মানুষকেই দায়ী করল পূর্ব রেল

লাভবান হবেন কর্মীরা

প্রকৃতপক্ষে, এখন পর্যন্ত মন্ত্রকে ৩০ আগস্ট ২০১৩ অনুসারে মহার্ঘ্য ভাতা দেওয়া হচ্ছিল। কিন্তু এখন তা ১ এপ্রিল ২০২৫ থেকে বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীও এপ্রিল মাসের বকেয়া বেতন পাবেন। এই মন্ত্রক ভাতায় সচিব, অতিরিক্ত সচিব, উপ-সচিব, স্টাফ অফিসার এবং সেকশন অফিসার, একান্ত সচিব, ব্যক্তিগত সহকারী, স্টেনোগ্রাফার, সেকশন অফিসারের পাশাপাশি সহকারী গ্রেড-২ এবং সহকারী গ্রেড-৩ কর্মচারীরাও সুবিধা পাবেন, অর্থাৎ, মন্ত্রকে নিয়োজিত সকলেই এর সুবিধা পাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group