বাড়ল ৩%, ঈদের আগে আচমকাই DA বৃদ্ধির ঘোষণা সরকারের, বেজায় খুশি কর্মীরা

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: সামনেই রয়েছে ঈদ। আর এই ঈদের আগেই লটারি লাগল রাজ্যের সরকারি কর্মীদের। করা হল ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে খোদ ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর ফলে উপকৃত হবেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনপ্রাপকরা। কবে থেকে এই DA লাগু হবে নিশ্চয়ই ভাবছেন? তাহলে জেনে নিন ঝটপট।

৩% DA বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই বছরের এপ্রিল থেকে তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছেন। এই তিন শতাংশ ডিএ বৃদ্ধির ফলে ত্রিপুরা সরকারি কর্মচারীরা এবার থেকে ৩৩ শতাংশ ডিএ পাবেন।

মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ‘আমি ১ এপ্রিল, ২০২৫ থেকে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য তিন শতাংশ ডিএ মুক্তির ঘোষণা করছি। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ৩০ শতাংশ থেকে বেড়ে ৩৩ শতাংশ হবে।’ এর জন্য সরকারকে বার্ষিক ৩০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, সরকার রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ্য ভাতার পার্থক্য কমাতে চায়। তিনি আশ্বাস দেন, এই কাজ ধীরে ধীরে করা হবে।

খুশি কর্মীরা

ত্রিপুরার সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এই বেজায় খুশি। তারা দীর্ঘদিন ধরে তাদের ভাতা বৃদ্ধির জন্য অপেক্ষা করছিলেন। এখন সকলের আশা পূরণ হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আগের দিন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রাণজিৎ সিং রায় বিধানসভায় ৩২,৪২৩.৪৪ কোটি টাকার বাজেট পেশ করেন। এই বাজেট অধিবেশন ১ এপ্রিল পর্যন্ত চলবে। এই সময়ে, বাজেট, উন্নয়ন পরিকল্পনা এবং সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রচুর আলোচনা হবে। মানুষ আশা করছে যে এই অধিবেশন রাজ্যের জন্য অনেক বড় সিদ্ধান্ত নিয়ে আসবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥