সৌভিক মুখার্জী, কলকাতা: না, কোন এপ্রিল ফুল নয়। এই ছাতিফাটা গরমে রাজ্যের বাসিন্দাদের জন্য দারুণ সুখবর এসেছে। আজ থেকে রাজ্যের বিদ্যুৎ বিল কমতে (Electricity Bill Reduce) চলেছে। এবার বাড়ির গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা কমানো হচ্ছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। পাশাপাশি ব্যবসায়ীদের জন্যও কমানো হচ্ছে ২৫ পয়সা। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ।
মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা
জানিয়ে রাখি, এই ঘোষণা এসেছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার তরফ থেকে। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, “এপ্রিল মাস এসেছে। গরম বাড়বে। কিন্তু আপনার বিদ্যুতের বিলও কমবে। আজ থেকে অসমের পরিবারগুলির বিদ্যুৎ বিল ইউনিট প্রতি ১ টাকা কমছে। বছরের শেষে অতিরিক্ত ছাড় দেওয়া হবে। বিঃদ্রঃ এটি কোন এপ্রিল ফুল নয়।“
নতুন বিদ্যুৎ বিলের হার
রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে বাড়ির এবং ব্যবসায়িক গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। আগে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল ৫ টাকা ৯০ পয়সা। এখন প্রতি ইউনিটে দাম হয়েছে ৪ টাকা ৯০ পয়সা বাড়ির গ্রাহকদের জন্য এবং ব্যবসায়ীদের জন্য ৫ টাকা ৬৫ পয়সা। ফলে সাধারণ গ্রাহকদের বিদ্যুতের খরচ অনেকটাই কমবে এবং ব্যবসায়ীরাও স্বস্তি পাবেন।
ব্যবসায়িক প্রতিষ্ঠানে কীরকম প্রভাব পড়বে?
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী ব্যবসায়ী এবং শিল্প প্রতিষ্ঠানগুলির জন্য বিদ্যুৎ বিল কমছে ২৫ পয়সা প্রতি ইউনিট। এই বিল কমানোর ফলে বড় বড় শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির বিদ্যুতের ব্যয় কমবে। ফলে ব্যবসায়ীক খরচ কমবে এবং মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “আমি চেষ্টা করব বছরের শেষে আরো ৫০ পয়সা প্রতি ইউনিট বিল কমানোর, যাতে দরিদ্র মানুষরা আরো সুবিধা পান।”
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০ কিমি বেগে হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! আগামীকালের আবহাওয়া
কবে থেকে মিলবে এই সুবিধা?
সংবাদমাধ্যম সূত্র মারফত জানা গিয়েছে, আজ থেকেই নতুন বিদ্যুৎ বিল কার্যকর হচ্ছে। মে মাসে নতুন হারে বিল মিলবে। অর্থাৎ, পরবর্তী মাসের বিলে গ্রাহকরা কম দামের এই সুবিধা পাবেন। অসম সরকার এক কথায় সাধারণ মানুষের সুবিধার জন্য বিদ্যুতের বিল কমিয়ে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। ফলে রাজ্যের মানুষজন আর্থিকভাবে অনেকটাই স্বস্তি পাবে এবং অসমের সার্বিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |