সহেলি মিত্র, কলকাতা: রাজ্যের শিল্পীদের (Artist) জন্য রইল দারুন সুখবর। রাজ্য সরকারের তরফে এবার সকলকে কড়কড়ে ৭০০০ থেকে ১০,০০০ টাকা করে আর্থিক সাহায্য করার ঘোষণা করা হয়েছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
শিল্পীদের পেনশন দেবে সরকার
জানা গিয়েছে, হরিয়ানায় গান, অভিনয়, নৃত্য, নাটক, চিত্রকলা বা ভিজ্যুয়াল আর্টের ক্ষেত্রে ২০ বছর ধরে কাজ করা শিল্পীরা এখন পেনশন পাবেন। পারিবারিক পরিচয়পত্রে, ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের শিল্পীদের প্রতি মাসে ১০,০০০ টাকা সম্মানী ভাতা দেওয়া হবে এবং ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ের শিল্পীদের ৭,০০০ টাকা সম্মানী ভাতা দেওয়া হবে। সোমবার মুখ্যমন্ত্রী নায়েব সাইনির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পণ্ডিত লক্ষ্মীচাঁদ শিল্পী সামাজিক সম্মান প্রকল্প চালু করার অনুমোদন দেওয়া হয়।
শিল্পীদের মানতে হবে কিছু শর্ত
এই প্রকল্পের লক্ষ্য হল প্রবীণ শিল্পী থেকে শুরু করে মূল ধারার শিল্পীদের আর্থিক ও আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা। শুধুমাত্র হরিয়ানায় বসবাসকারী শিল্পীরা এই প্রকল্পের সুবিধা গ্রহণের যোগ্য হবেন। ২০২০-২১ এবং ২০২১-২২ জমা দেওয়া আবেদনগুলি বাধ্যতামূলক বলে বিবেচিত হবে। আবেদনপত্রের সাথে শিল্প প্রদর্শনীর সহায়ক নথি এবং প্রেস ক্লিপিংও জমা দিতে হবে। আবেদনকারীর বয়স ৬০ বছরের কম হওয়া উচিত নয়। এই প্রকল্পের জন্য নির্ধারিত আবেদনপত্র বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। সম্মানী ভাতার সুবিধা পেতে শিল্পীদের অনলাইনে আবেদন করতে হবে।
একগুচ্ছ ঘোষণা সরকারের
পেনশনের ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেন। লেভেল-১ চাকরির জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫৮ থেকে বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে, যা গ্রুপ ডি কর্মীদের সমান। চাকরির ভূমিকার পরিবর্তে চাকরির স্তর অনুসারে সংরক্ষণ তালিকা প্রস্তুত করা হবে। হরিয়ানা কৌশল রোজগার নিগম প্রার্থীদের যেকোনো প্রতিষ্ঠানে পাঠানোর আগে সফট স্কিলের উপর প্রস্থান-পূর্ব ওরিয়েন্টেশন প্রশিক্ষণ প্রদান করবে।
আরও পড়ুনঃ UPI অতীত, ১০ মে থেকে ক্যাশ ছাড়া আর মিলবে না পেট্রোল, ডিজেল! নয়া নিয়ম
লেভেল-১-এ ইতিমধ্যেই নিযুক্ত কর্মীদের উচ্চ-স্তরের চাকরিতে ট্রান্সফারের অনুমতি দেওয়া হবে, যদি তারা যোগ্যতার মানদণ্ড পূরণ করেন। হরিয়ানা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কেন্দ্র হয়ে উঠবে। এর জন্য, মন্ত্রিসভা ২০২৫-২০২৮ সময়কালের জন্য হরিয়ানা এআই উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এতে ৪৭৪ কোটি টাকা ব্যয় হবে। বহিরাগত সাহায্যপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়নের জন্য একটি বিশেষ উদ্দেশ্যমূলক যানবাহনও তৈরি করা হবে। গুরুগ্রামে গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার এবং পঞ্চকুলায় হরিয়ানা অ্যাডভান্সড কম্পিউটিং ফ্যাসিলিটি সেন্টার নির্মিত হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |