৭%! বছর শেষে কর্মীদের দুর্দান্ত উপহার, DA বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার

Published on:

da

প্রীতি পোদ্দার, গান্ধীনগর: চলতি বছরের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের পোয়া বারো। তাইতো একের পর এক লক্ষ্মী লাভ হয়েই চলেছে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর এই আবহেই আগামী বছরের শুরুতেই কেন্দ্রের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত সুখবর ঘুরপাক খাচ্ছে প্রশাসনিক মহলে।

মেটেনি কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA এর পার্থক্য

WhatsApp Community Join Now

এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারে DA বা মহার্ঘ ভাতা পাচ্ছেন। চলতি বছর লোকসভা নির্বাচনের পর ৪% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। যার দরুন DA এর পরিমাণ দাঁড়িয়েছে ১৪ শতাংশ। তাতেও অবশ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ-র ফারাক কমেনি। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ-র ফারাক ৩৯%। তবে এবার ফের ৭ শতাংশ DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির পথে হাঁটতে চলেছে আরও একটি রাজ্য।

বাড়বে ৭ শতাংশ DA

জানা গিয়েছে গুজরাট সরকার বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য DA বা মহার্ঘ ভাতা ৭ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। আর এই বর্ধিত DA কার্যকর হতে চলেছে চলতি বছরের ১ জুলাই থেকে। সেক্ষেত্রে DA ২৩৯ শতাংশ থেকে বেড়ে ২৪৬ শতাংশ হবে। আর এই বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রের কর্মচারী এবং পেনশনভোগীদের কাছে বেশ উপকৃত হবে। এই DA বৃদ্ধি পঞ্চায়েত, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারীদের অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং অ-শিক্ষাকর্মী কর্মীদের, এবং বেসরকারি অনুদান- প্রাপ্ত স্কুলগুলোতে পাওয়া যাবে। আগামী বছর ২০২৫ এর শুরুতেই জানুয়ারিতে জুলাই থেকে বর্ধিত DA মিলবে একবারে।

উপরন্তু কম আশা দেখছে না পশ্চিমবঙ্গের সরকারী কর্মীরা। কারণ গত বছর অর্থাৎ ২০২৩ সালে ডিসেম্বর মাস নাগাদ DA বৃদ্ধির সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে অনেকের অনুমান, এবারও হয়তো তেমনটাই হতে পারে। কিংবা জানুয়ারি মাসেই ‘সুখবর’ দিতে পারে সরকার। তাই নতুন বছরের শুরুতেই মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে ভেবে বেশ খুশি সকলে।

সঙ্গে থাকুন ➥
X