শ্বেতা মিত্র, কলকাতা: দোলের আগে কপাল খুলে গেল রাজ্য সরকারি কর্মীদের। এর কারণ ফের একবার লক্ষ লক্ষ কর্মীর মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা DA বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। ৫৩% অবধি ডিএ বাড়ানো হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সোমবার রাজ্য বাজেট পেশ করার সময় এই ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দোলের আগে এই ডিএ বৃদ্ধি সরকারি কর্মীদের কাছে এক বড় উপহার সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
ফের DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের
না তবে বাংলায় নয়, আসলে এই সুখবরটি পেয়েছেন ছত্তিশগড়ে কর্মরত কর্মীরা। সোমবার অবশেষে ছত্তিশগড়ে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী ওপি চৌধুরী। বাজেটে সরকারি কর্মচারীদের জন্য একটি বড় উপহার দেওয়া হয়ে। কর্মচারীদের ডিএ ৫৩ শতাংশে উন্নীত করার ঘোষণা করা হয়। এই নয়া ডিএ এপ্রিল মাস থেকে কার্যকর করা হবে বলে খবর। বাজেটে হোম স্টে নীতিমালার জন্য ৫ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।
দাম কমল পেট্রোলেরও
শুধু সরকারি কর্মীই নয়, সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে অর্থমন্ত্রী পেট্রোলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যে দাম ১ টাকা অবধি পেট্রোলের দাম কমানো হয়েছে। এর সঙ্গে তিনু বলেন, গত বছরের বাজেটের তুলনায় এবার মাহতারী বন্দন যোজনার জন্য ৫৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রতিবন্ধীদের জন্য বিশেষ বিদ্যালয়ের জন্য ৫ কোটি টাকার বিধান রাখা হয়েছে। নারীর উন্নয়নের উপর জোর দিয়ে, আট লক্ষ নারীকে লক্ষপতি দিদি হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের পরিধি সম্প্রসারিত করা হয়েছে।
আরও পড়ুনঃ ভারত-চিন-আমেরিকার লক্ষ্য সোনার মতো দেখতে এই ধাতু! কেন হঠাৎ প্রতিদ্বন্দ্বিতায় ৩ শক্তিধর?
রাজ্যে ছুটবে মিনি মেট্রো
অর্থমন্ত্রী জানান, বড় শহরগুলির জন্য অবশ্যই ছোট মেট্রো তৈরি করা হচ্ছে। ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে, রায়পুর থেকে দুর্গ পর্যন্ত মেট্রো রেল সুবিধার জন্য জরিপের কাজ শুরু হবে। এর জন্য ৫ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |