রাজ্য সরকারি কর্মীদের দাবি পূরণ! ৪ বা ৭ নয়, একলাফে ১২% বাড়ছে DA

Published on:

Dearness Allowance

শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে সকলের সব অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বাড়তে চলেছে DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance)। তাও কিনা এক ধাক্কায় ১২ শতাংশ ভাতা বাড়তে চলেছে সরকারি কর্মীদের বলে খবর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে সকল কর্মী পঞ্চম বেতন পে কমিশনের আওতায় রয়েছেন তাঁদের ভাতা এক ধাক্কায় ১২% করা হবে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

১২% DA বৃদ্ধি করল সরকার

আসলে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে ঝাড়খণ্ডের সরকারি কর্মীরা। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পঞ্চম বেতন পে কমিশনের আওতায় রয়েছেন। এই ভাতা বৃদ্ধি নিয়ে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল রাজ্য সরকার। আর সেখানেই এই ডিএ বৃদ্ধির বিষয়ে শীলমোহর দেওয়া হয়।

এই প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে ঝাড়খণ্ডের যুগ্ম ক্যাবিনেট সচিব রাজীব রঞ্জন। তিনি জানিয়েছেন, যে রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন, তাঁদের ১২ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে।

কবে থেকে লাগু হচ্ছে বাড়তি DA?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে থেকে এই নতুন ভাতা লাগু হচ্ছে? ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন যুগ্ম ক্যাবিনেট সচিব রাজীব রঞ্জন। স্বাভাবিকভাবেই সরকারের এহেন পদক্ষেপে বেজায় খুশি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি আধিকারিকরা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ ATM অতীত, এবার UPI থেকেই তোলা যাবে PF-র টাকা, আসছে নয়া সুবিধা

যুগ্ম ক্যাবিনেট সচিব জানিয়েছেন, এতদিন পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীরা ৪৪৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। ১২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে ২০২৪ সালের ১ জুলাই থেকে ওই রাজ্য সরকারি কর্মচারীরা ৪৫৫ শতাংশ হারে ডিএ পাবেন। ফেব্রুয়ারিতে ঘোষণা করা হলেও জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥