সহেলি মিত্র, কলকাতাঃ নতুন মাসের শুরুতেই দারুণ সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকার সহ বেশ কিছু রাজ্যের মতো আবারও এক রাজ্য সরকার ডিএ (DA) বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করল। আর এই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টও অবধি করলেন মুখ্যমন্ত্রী। এদিকে সরকারের উদ্যোগের জেরে কপাল খুলে গিয়েছে বহু কর্মীর। আসলে এবার অরুণাচল প্রদেশ সরকার সোমবার তার এবং সরকারি কর্মচারী এবং পেনশনধারীদের জন্য যথাক্রমে অতিরিক্ত ২ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ঘোষণা করেছে।
২% DA ঘোষণা করল সরকার
সপ্তম পে কমিশনের (7th Pay Commission) আওতায় আগে সকলে ৫৩ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পেতেন। কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের মতো রাজ্যের কর্মীরা ৫৫ শতাংশ হারে ডিএ পাবেন। এর ফলে আগামী দিনে আরও সুযোগ সুবিধা থেকে শুরু করে বেশি টাকার মুখ দেখতে পাবেন সকলে। অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে ডিএ এবং ডিআরের নতুন কিস্তি পূর্ববর্তীকালীনভাবে কার্যকর হবে, যা ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে। তিনি বলেন যে ডিএ এবং ডিআরের এই বর্ধিতকরণ রাজ্য সরকারের অধীনে কর্মরত বা নিযুক্ত অল ইন্ডিয়া সার্ভিসেস (এআইএস) কর্মকর্তা, অরুণাচল প্রদেশ সরকারের ডেপুটেশনে কেন্দ্রীয় সরকারের কর্মচারী, পাশাপাশি পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরা উপকৃত হবেন।
মিলবে বকেয়া টাকাও
নতুন হারগুলি জানুয়ারি ২০২৫ থেকে প্রযোজ্য হবে, তাই জানুয়ারি থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত বকেয়া মে মাসের বেতনের সাথে নগদ অর্থ প্রদান করা হবে, যা জুন মাসে প্রাপ্ত হবে। এর ফলে ৬৮,০০০ কর্মচারী এবং ৩৩,০০০ পেনশনভোগী উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু X-এ লিখেছেন যে, ‘সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর! অরুণাচল প্রদেশ সরকার মহার্ঘ্য ভাতা (DA) এবং মহার্ঘ্য ত্রাণ (DR) ২% বৃদ্ধির ঘোষণা করেছে, যার ফলে ১ জানুয়ারি, ২০২৫ থেকে মূল বেতন এবং পেনশনের হার ৫৩% থেকে ৫৫% এ উন্নীত হয়েছে।’
আরও পড়ুনঃ সোনা, রুপোর দামে বিরাট পরিবর্তন! বাড়ল না কমল? রইল আজকের রেট
এই ডিএ এবং ডিআর সংশোধনের মোট আর্থিক প্রভাব ১৪ মাসের জন্য আনুমানিক ৭৩.২২ কোটি টাকা, যার মাসিক ব্যয় ৫.২৩ কোটি টাকা। জানুয়ারি থেকে এপ্রিল (২০২৫) পর্যন্ত চার মাসের জন্য, ডিএ-এর উপর আর্থিক প্রভাব ২০.৮০ কোটি টাকা (প্রতি মাসে ৫.২০ কোটি টাকা) এবং ডিআর-এর উপর ০.১২ কোটি টাকা (প্রতি মাসে ০.০৩ কোটি টাকা) যা মোট ২০.৯২ কোটি টাকা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |