লক্ষ্মীর ভান্ডার নয়, আরেক লক্ষ্মী প্রকল্পে মহিলারা পাবেন ২১০০ টাকা! ঘোষণা সরকারের

Published on:

Lado Lakshmi Yojana

শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি একজন মহিলা? তাহলে আপনার জন্য রইল দারুণ এক সুখবর। কপাল ভালো থাকলে এবার আপনিও পেয়ে যেতে পারেন ২১০০ টাকা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। ইতিমধ্যে মহিলাদের স্বনির্ভর করে তুলতে বাংলার সহ বিভিন্ন রাজ্য সরকারের তরফে কিছু না কিছু আর্থিক সাহায্য করা হচ্ছে। বর্তমান সময় বাংলার একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের আওতায় ১০০০ থেকে ১২০০ টাকা করে দেওয়া হয় মহিলাদের। কিন্তু এবার দেওয়া হবে কড়কড়ে ২১০০ টাকা। তবে এই টাকা পেতে আপনাদের কিছু যোগ্যতা থাকতে হবে তবেই মিলবে টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এবার মহিলারা পাবেন ২১০০ টাকা

না তবে বাংলার মহিলারা এই টাকা পাবেন না। আসলে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি সোমবার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ২.০৫ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেন। হরিয়ানার এই বাজেটে, রাজ্যের মহিলাদের জন্য ‘লাডো লক্ষ্মী যোজনা’-এর (Lado Lakshmi Yojana) জন্য ৫০০০ কোটি টাকা বরাদ্দেরও ঘোষণা করা হয়েছে। সেখানে লাডো লক্ষ্মী যোজনার আওতায়, হরিয়ানার মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। গত বছরের অক্টোবরে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে, বিজেপি ক্ষমতায় ফিরে এলে মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

কোন মহিলারা প্রতি মাসে ২১০০ টাকা পাবেন?

এখানে জানিয়ে রাখা ভালো, হরিয়ানার সকল মহিলা কিন্তু এই ২১০০ টাকার সাহায্য পাবেন না। হরিয়ানা সরকার লাডো লক্ষ্মী যোজনার আওতায় সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে। রাজ্যের যে সকল মহিলা এই শর্তাবলী পূরণ করবেন, কেবলমাত্র তারাই প্রতি মাসে ২১০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। রিপোর্ট অনুসারে, হরিয়ানার যেসব মহিলার সক্রিয় বিপিএল রেশন কার্ড রয়েছে শুধুমাত্র তারাই প্রতি মাসে ২১০০ টাকা সাহায্য পাবেন। এর পাশাপাশি মহিলাদের জন্য পারিবারিক পরিচয়পত্র থাকাও বাধ্যতামূলক। এছাড়াও, মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করা উচিত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বড় ঘোষণা সরকারের

হরিয়ানার মহিলারা যদি এই সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করেন, তাহলে প্রতি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১০০ টাকা আসতে শুরু করবে। তবে, যেসব মহিলার বিপিএল রেশন কার্ড, পারিবারিক পরিচয়পত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করা নেই তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আরও পড়ুনঃ ডিভোর্সি হোক বা বিধবা সবাই পাবে সুবিধা, মহিলাদের পারিবারিক পেনশন পাওয়ার নয়া নিয়ম

মনে রাখবেন, হরিয়ানায় লাডো লক্ষ্মী যোজনার আওতায় প্রতি মাসে ২১০০ টাকা পেতে এই তিনটি শর্ত পূরণ করা বাধ্যতামূলক। যদি এই তিনটি শর্তের একটিও পূরণ না হয় তবে আপনি সুবিধা থেকে বঞ্চিত হবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group