দিনে আয় ৩০০০, হাতে স্মার্টফোন! লখনউতে সরকারি কর্মীদের বেতনসম কামাচ্ছে ভিখারিরা

Published on:

beggar in lucknow

শ্বেতা মিত্র, লখনউঃ রাজ্যে থাকা ভিক্ষুকদের নিয়ে প্রকাশ্যে এবার এক চাঞ্চল্যকর রিপোর্ট উঠে এল। সারা বছরে তাঁরা যা আয় করে তার সিংহভাগ আপনি উপার্জন করতে পারবে কিনা সন্দেহ। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে রাস্তায় গাড়ি, মানুষের পাশাপাশি বহু ভিক্ষুককে দেখে থাকবেন নিশ্চয়ই। আজ কথা হচ্ছে উত্তরপ্রদেশের কিছু ভিক্ষুকদের নিয়ে যাদের নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়। আর সমীক্ষায় উঠে এসেছে, এমন বহু ভিক্ষুক রয়েছে যারা কিনা সারাবছরে ১,১০০০০ টাকা উপার্জন করছেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।

দৈনিক ৩০০০ টাকা উপার্জন ভিক্ষুকদের

WhatsApp Community Join Now

সমীক্ষা অনুযায়ী, লখনউতে এমন অনেক ভিক্ষুক রয়েছেন যাঁরা দৈনিক তিন হাজার টাকা অবধি রোজগার করেন। ফলে আপনি যদি তাঁদের অসহায় ভেবে থাকেন তাহলে আপনি মূর্খের দুনিয়ায় বাস করছেন। যারা ভিক্ষা করছেন, তারা উপার্জনের দিক থেকে কোনো চাকরিজীবী কর্মকর্তার চেয়ে কোনো অংশে কম যান না। লখনউয়ের ভিখারিরা প্রতিদিন প্রায় ৬৩ লক্ষ টাকা ভিক্ষা করে আয় করেন।

লখনউতে ৫৩১২ জন ভিক্ষুকের সন্ধান মিলেছে | Beggar In Lucknow |

আসলে রাজধানীতে বিপুলসংখ্যক মানুষ ভিক্ষাবৃত্তি করছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। লখনউয়ের ছোট-বড় প্রায় প্রতিটি রাস্তার পাশে শিশু, পুরুষ ও মহিলাদের ভিক্ষা করতে দেখা যায়।আসলে সমাজকল্যাণ দফতর, ডুডা ও লখনউয়ের মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমীক্ষায় ৫৩১২ জন ভিক্ষুকের সন্ধান মিলেছে।

ভিক্ষুকদের কাছে আছে স্মার্টফোনও

ছোট শিশুকে কোলে নিয়ে ভিক্ষা করে অন্তঃসত্ত্বা মহিলারা নাকি দৈনিক প্রায় তিন হাজার টাকা আয় করছেন। এভাবে ছোট শিশু থেকে বৃদ্ধ ভিক্ষুকের আয়ও হাজার হাজার পর্যন্ত। এদিকে ভিক্ষুকদের আয় দেখে ভিক্ষুকদের সার্ভে করা বিভাগের কর্মকর্তারাও আপনার, আমার মতো অবাক হয়েছেন। সার্ভে চলাকালীন দেখা গেছে, অনেকের কাছে আবার স্মার্টফোনও আছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ভিক্ষুকদের বেশিরভাগই হরদোই, বারাবাঁকি, সীতাপুর ও রায়বেরিলির বাসিন্দা।

সঙ্গে থাকুন ➥
X