প্রীতি পোদ্দার: ২০২১ সাল থেকে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য আগে পশ্চিমবঙ্গ সরকার দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০,০০০ টাকা দিত। কিন্তু চলতি বছর বাজেট ঘোষণা করার পর সেই নিয়মে খানিক বদল আনা হয়েছিল। বলা হয়েছিল যে একাদশ শ্রেণিতে উঠলেই এখন ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হবে। সেইমতো বেশ প্রস্তুতিও চলছিল।
কথা ছিল চলতি মাসের ৫ তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের দিন সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু হঠাৎ করেই সেই প্রক্রিয়ায় গলদ দেখা গেল। কোনো এক ‘প্রশাসনিক কারণে’ সেই সিদ্ধান্ত বাতিল করে দিল প্রশাসন। এমনকী কবে সেই টাকা প্রদান করা হবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি। শুধু তাই নয়, ঠিক কী কারণে শেষমুহূর্তে এসে এরকম সিদ্ধান্ত পরিবর্তন হল, তাও স্পষ্ট করেনি স্কুলশিক্ষা দফতর।
কেন বিলম্ব হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকতে?
এরপর গত ২৬ সেপ্টেম্বর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের দিন শিক্ষা দফতর এর তরফ থেকে টাকা দেওয়া শুরু করতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু ২৬ সেপ্টেম্বরও ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পাঠায়নি রাজ্য সরকার। ফলস্বরূপ অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে সকল ছাত্র ছাত্রীরা। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে নিম্নচাপজনিত কারণে এবং DVC র ছাড়া জলে রীতিমত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। সেই কারণে খুবই ব্যস্ত প্রশাসন।
কবে ঢুকবে টাকা?
তাই মনে করা হচ্ছে বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই রাজ্য সরকার এই ট্যাব কেনার জন্য ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। তখন ছাত্র ছাত্রীরা সেই টাকা দিয়ে ট্যাব কিনে বিলটি বিদ্যালয়ে জমা করবে। পুজোর আগে না হলেও আশঙ্কা করা হচ্ছে পুজোর ছুটির পরেও ট্যাবের টাকা দেওয়া হতে পারে। আবার গত এক বছর আগের মত ১৪ নভেম্বর শিশু দিবসের দিনও একসঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর টাকা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |