সৌভিক মুখার্জী, কলকাতা: নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে অনেকেই এখনও ফিক্সড ডিপোজিটের দিকে পা বাড়ান। তবে আপনিও কি নিরাপদে টাকা রেখে মোটা অঙ্কের রিটার্ন পেতে চান? তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ সুখবর। হ্যাঁ, দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক IDBI ব্যাঙ্ক এবার তাদের ফিক্সড ডিপোজিট (IDBI Bank Fixed Deposit) এবং সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হারে পরিবর্তন এনেছে। আর এই নতুন হার 16 মে, 2025 থেকে ইতিমধ্যে কার্যকর হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক, কোন স্কিমে কত রিটার্ন মিলছে।
সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার
IDBI ব্যাঙ্কে এখন সাধারণ গ্রাহকরা ন্যূনতম 3% থেকে সর্বোচ্চ 7% হারে সুদ পাচ্ছে। হ্যাঁ, ফিক্সড ডিপোজিটে যদি 3 কোটি টাকার কম বিনিয়োগ করেন, তাহলে সর্বচ্চ 7% হারে সুদ পাওয়া যাবে। এমনকি সিনিয়র সিটিজেনরা পাচ্ছে অতিরিক্ত 0.50% সুদ। সূত্র বলছে, যাদের বয়স 60 থেকে 80 বছরের মধ্যে, তারা 3.50% থেকে 7.50% পর্যন্ত রিটার্ন পাচ্ছে। আর বয়স যদি 80 বছরের বেশি হয়ে যায়, তাহলে রয়েছে বিশেষ স্কিম – চিরঞ্জীবি সুপার সিনিয়র সিটিজেন এফডি। এমনকি এখানে 7.75% থেকে 7.80% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।
কোন মেয়াদে কত সুদ দেওয়া হচ্ছে?
এখনও পর্যন্ত যা খবর, IDBI ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের জন্য বিভিন্ন হারে সুদ প্রদান করছে। যেমন-
- 7 থেকে 30 দিন মেয়াদের স্কিমে 3% সুদ দেওয়া হচ্ছে।
- 31 থেকে 45 দিন মেয়াদের স্কিমে 3.25% সুদ দেওয়া হচ্ছে।
- 46 থেকে 60 দিন মেয়াদের স্কিমে 4.50% সুদ দেওয়া হচ্ছে।
- 61 থেকে 90 দিন মেয়াদের স্কিমে 4.75% হারে সুদ দেওয়া হচ্ছে।
- 91 দিন থেকে 6 মাস মেয়াদের স্কিমে 5.50% হারে সুদ দেওয়া হচ্ছে।
- 6 মাস 1 দিন থেকে 270 দিন মেয়াদের স্কিমে 6% হারে সুদ দেওয়া হচ্ছে।
- 271 দিন থেকে 1 বছরের কম মেয়াদের স্কিমে 6.25% হারে সুদ দেওয়া হচ্ছে।
- 1 থেকে 2 বছর মেয়াদের স্কিমে 6.80% হারে সুদ দেওয়া হচ্ছে।
- 2 থেকে 3 বছরের কম মেয়াদের স্কিমে 7% হারে সুদ দেওয়া হচ্ছে।
- 3 থেকে 5 বছর মেয়াদের স্কিমে 6.50% হারে সুদ দেওয়া হচ্ছে।
- 5 থেকে 10 বছর মেয়াদের স্কিমে 6.25% হারে সুদ দেওয়া হচ্ছে।
- 10 থেকে 20 বছর মেয়াদের স্কিমে 4.80% হারে সুদ দেওয়া হচ্ছে।
তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, সিনিয়র সিটিজেনরা প্রতিটি স্কিমে অতিরিক্ত 0.50% সুদ পাচ্ছে।
বিশেষ স্কিম Utsav Callable FD
এই সমস্ত স্কিম ছাড়াও IDBI ব্যাঙ্ক সম্প্রতি Utsav Callable FD স্কিম চালু করেছে। এই স্কিমে আরও বেশি আকর্ষণ রয়েছে। কারণ এই স্কিমে 444 দিনের মেয়াদে 7.10%, 550 দিন মেয়াদে 7.15% এবং 700 দিন মেয়াদে 7% হারে সুদ পাওয়া যাচ্ছে। আর সিনিয়র সিটিজেনরা এই স্কিমে অতিরিক্ত 0.50% সুদ পাচ্ছে।
আরও পড়ুনঃ সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! বজ্রপাত সহ বৃষ্টি দক্ষিণের ৯ জেলায়, আজকের আবহাওয়া
সেভিংস অ্যাকাউন্টে নয়া সুদের হার
সম্প্রতি IDBI ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টেও সুদের হারে কিছুটা পরিবর্তন এনেছে। যেমনটা জানা যাচ্ছে,
- অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে, 2.70% সুদ পাওয়া যাবে।
- অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকার মধ্যে ব্যালেন্স থাকলে 2.75% হারে সুদ পাওয়া যাবে।
- 5 লক্ষ টাকা থেকে 5 কোটি টাকার মধ্যে ব্যালেন্স থাকলে 2.75% হারে সুদ পাওয়া যাবে।
- 5 কোটি টাকা থেকে 100 কোটি টাকার মধ্যে ব্যালেন্স থাকলে 3.25% হারে সুদ পাওয়া যাবে।
- 100 কোটি টাকা থেকে 1000 কোটি টাকা থাকলে 3.25% হারে সুদ পাওয়া যাবে।
তাই বর্তমান বাজারে যেখানে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে, সেখানে IDBI ব্যাঙ্ক চড়া হারে সুদ দিয়ে আরও গ্রাহকদেরকে আকৃষ্ট করতে চাইছে। কারণ, এখানে ঝুঁকি কম এবং রিটার্ন নিশ্চিত। তাই যদি বিনিয়োগের চিন্তাভাবনা করে থাকেন, তাহলে অবশ্যই IDBI ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটকে একবার ভেবে দেখতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |