সৌভিক মুখার্জী, কলকাতা: হঠাৎ করে কোনো কর্মীর পরিবারের মূল উপার্জনকারী মানুষ চলে গেলে যাতে পরিবার বিপদে না পড়ে, তার জন্য EPFO বিরাট সিদ্ধান্ত নিল। হ্যাঁ, সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেখানে জানানো হয়েছে, কর্মীর মৃত্যুর পর পরিবারকে কমপক্ষে 50,000 টাকা দেওয়া হবে। এমনকি যদি পিএফ-এ 50,000 টাকার কম থাকে, তাও।
কী বলছে নয়া নিয়ম?
2025 সালের এমপ্লয়েস ডিপোজিট লিংক ইন্সুরেন্স অনুযায়ী, যদি কোনও কর্মী তার চাকরির সময় বা গত 12 মাসের মধ্যে মারা যায় এবং তার পিএফ ব্যালেন্স 50,000 টাকার কম হয়, তাহলেও পরিবার 50,000 টাকা নিশ্চিত বীমা সুবিধা পাবে। কিন্তু এই সুবিধা পেতে হলে অবশ্যই দুটি চাকরির মধ্যে 60 দিনের বিরতি থাকতে হবে।
অর্থাৎ, একাধিক চাকরি করলেও 60 দিনের মধ্যবর্তী ব্যবধান থাকলে একটানা সেই চাকরি হিসেবেই গণ্য করা হবে। এমনকি যদি কোনও কর্মী শেষ পিএফ কন্ট্রিবিউশনের ছয় মাসের মধ্যে মারা যায় এবং তিনি তখনও কোনো কোম্পানির পদে দায়িত্বে থাকে, তাহলেও তার পরিবার 50,000 টাকা সুবিধা পাবে।
আগে কী হত?
প্রসঙ্গত, আগে যদি চাকরিতে যোগদানের পর এক বছরের মধ্যে কোনো কর্মী মারা যেত, তাহলে তার পরিবার সেই বীমার সুবিধা থেকে বঞ্চিত হত। তবে এখন এই শর্তে বড় পরিবর্তন এনেছে EPFO। হ্যাঁ, এবার সমস্ত EPFO সদস্যকেই এই সুবিধার আওতায় আনা হয়েছে, যাতে মৃত্যুর পর তাদের পরিবার অন্তত কিছুটা হলেও আর্থিক সাহায্য পায়।
আরও পড়ুনঃ মিলছে ৪৭,৯৯১ টাকা পর্যন্ত ছাড়! অ্যামাজনে এই পাঁচটি ফোন বিকোচ্ছে একদম সস্তায়
প্রসঙ্গত জানিয়ে রাখি, এমপ্লয়িস ডিপোজিট লিঙ্কড ইন্সুরেন্স বা EDLI স্কিম হল একটি ইন্সুরেন্স ব্যবস্থা, যা EPFO সদস্যদের জন্যই দেওয়া হয়। এই স্কিমের আওতায় কোনো সদস্যের সার্ভিস চলাকালীন মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি বা নমিনি এককালীন ইন্সুরেন্স পায়। আর এখন নতুন সংশোধনের এটি আরো সহজলভ্য হয়ে উঠেছে এবং পরিবারের জন্য দেওয়া হচ্ছে 50,000 টাকার ভরসাযোগ্য সুবিধা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |