সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহের শুরুতেই ভারতীয় রুপি (Indian Rupee) নিজের জাত চেনালো আন্তর্জাতিক মুদ্রাবাজারে। সোমবার সকালে এক্কেবারে ডলারের বিপরীতে মাথাচাড়া দাঁড়িয়ে পড়েছে রুপি। হ্যাঁ, 85.05 টাকায় পৌঁছেছে ভারতীয় রুপির মুল্য, যা গতদিনের তুলনায় প্রায় 50 পয়সা ঊর্ধ্বগতি। এমনকি দিনের শুরুতে রুপি আরও শক্তিশালী হয়ে 84.85 টাকার কাছাকাছি পৌঁছে যায়।
আর ভারতীয় রুপির এই মূল্যবৃদ্ধি শুধুমাত্র ভারতের বাজার নয়, বরং গোটা এশিয়ার বাজারেই পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করছে। বিশেষ করে যখন চিনের ইউয়ান মুদ্রা যেখানে গত সাত মাসের মধ্যে একেবারে শীর্ষস্থান দখল করে নিয়েছে, সেখানে ভারতীয় রুপির মুল্যের এই ঊর্ধ্বগতি যথেষ্ট ইতিবাচক।
কী কারণে শক্তিশালী হচ্ছে রুপি?
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে ভারতীয় রুপির এই আচমকা উত্থানের পিছনে বেশ কয়েকটি কারণ কাজ করছে। চলুন একনজরে সেই কারণগুলি দেখে নেওয়া যায়।
ডলারের ইনডেক্স দুর্বলতা
সূত্র বলছে, ডলারের ইনডেক্স বর্তমানে 0.34 শতাংশ কমে 98.67-তে নেমে এসেছে। আর আমেরিকার অর্থনীতিতে সামরিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাজারের আর্থিক চাপ কমে যাওয়ার ফলেই ডলারের উপর চাপ সৃষ্টি হচ্ছে।
এশিয়ার মুদ্রাগুলির চাঙ্গা স্বভাব
বিশেষ করে সম্প্রতি চিনের ইউয়ান, যা 7.1650 ডলারের বিপরীতে শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই ইউয়ানের এই শক্তিশালী অবস্থান গোটা এশিয়ার মুদ্রাকেই সাহায্য করছে ঊর্ধ্বগতিতে যাওয়ার জন্যে। সেই সূত্র ধরে ভারতীয় রুপি লাভের লাভ উসুল করে নিয়েছে।
RBI-র বিরাট লভ্যাংশ
সূত্রের খবর, সম্প্রতি ভারত RBI ভারত সরকারের হাতে 2.11 কোটি টাকার রেকর্ড লভ্যাংশ তুলে দিয়েছে। আর এই বিপুল অর্থ সরকারের আর্থিক ভারসাম্য বজায় রাখতে বিরাট অবদান রাখছে। পাশাপাশি ভারতীয় রুপির উপর ইতিবাচক প্রভাব ফেলছে।
বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি
গত শুক্রবার, 23 মে, দিনের শেষে ভারতের শেয়ার বাজার প্রায় 1794 কোটি টাকার নিট মুনাফা তুলেছে। আর এই মুনাফা দেশের যেকোনো বিদেশি বিনিয়োগকারীদের প্রতি ভারতের অর্থনীতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে, তা বলার অপেক্ষায় রাখে না।
শেয়ার বাজারের উত্থান
গত সপ্তাহের শুরুতেই সেন্সেক্স বেড়েছে প্রায় 631 পয়েন্ট এবং নিফটি বেড়েছে 187 পয়েন্ট। আর এই ধারা যদি বজায় থাকে, তাহলে বিনিয়োগকারীদের মধ্যে দিনের পর দিন আরও আশার আলো সঞ্চার হবে। যার প্রভাব পড়ছে ভারতীয় রুপি দামের উপরেও।
তবে মুদ্রা ব্যবসায়ীরা ব্যবসায়ীরা মনে করছে, চলতি সপ্তাহে রুপি 84.90 থেকে 85.30 রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতে পারে। এমনকি এর উপর প্রভাব ফেলবে এপ্রিল মাসের শিল্প উৎপাদন ডেটা এবং প্রথম ত্রৈমাসিকের জিডিপি রিপোর্ট।
আরও পড়ুনঃ ঝুটা জয় প্রমাণ করতে প্রধানমন্ত্রীকে ভুয়া ছবি উপহার! নাক কাটালেন পাকিস্তানের আর্মি চীফ
এখনও পুরোপুরি চাঙ্গা হয়নি রুপি
যদিও শুক্রবারের তুলনায় রুপি ভালোই ঘুরে দাঁড়িয়েছে, তবুও এটি মে মাসে এশিয়ার মধ্যে সবথেকে দুর্বল মুদ্রা হিসেবেই দেখা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার ওন, থাইল্যান্ডের বাত এবং ইন্দোনেশিয়ার রুপিয়াহ, ভারতীয় রুপির তুলনায় যথেষ্ট ভালো পারফর্ম করছে। এখন দেখার, ভবিষ্যতে ভারতীয় রুপির মান আরও মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে কিনা।