সৌভিক মুখার্জী, কলকাতা: যারা ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে চান এবং অল্প টাকা জমিয়ে মোটা অঙ্কের ফান্ড গড়তে চান, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। ব্যাঙ্কের পাশাপাশি এখন পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে (Post Office TD Scheme) বিনিয়োগ করলে মিলছে নিশ্চিত আয় এবং আকর্ষণীয় হারে সুদ। এই স্কিমটি ফিক্সড ডিপোজিটের মতোই, যেখানে আপনি একবার টাকা জমা রাখলেই পাবেন নির্দিষ্ট হারে সুদসহ রিটার্ন। তো চলুন জেনে নেওয়া যাক, এই স্কিম সম্পর্কে খুঁটিনাটি তথ্য।
কী এই টাইম ডিপোজিট স্কিম?
বর্তমান সময় দাঁড়িয়ে যখন বাজারে বিভিন্নরকম ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কথা শোনা যায়, সেখানে পোস্ট অফিস এমন একটি প্রতিষ্ঠান, যা ভারত সরকারের দ্বারা পরিচালিত হয় এবং এখানে কোনোরকম ঝুঁকি নেই। অর্থাৎ, এখানে আপনার টাকা থাকবে সম্পূর্ণ সুরক্ষিত এবং মিলবে সুদসহ গ্যারান্টি রিটার্ন। আর পোস্ট অফিসের তেমনই একটি স্কিম হল টাইম ডিপোজিট স্কিম।
পোস্ট অফিসের এই স্কিমে একদম ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতই রিটার্ন দেওয়া হয়। এখানে আপনি চাইলে 1 বছর, 2 বছর, 3 বছর অথবা 5 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। তবে হ্যাঁ, নূন্যতম 1000 টাকা বিনিয়োগ করতে হয়। বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। একজন অথবা তিনজনের নামে যত অ্যাকাউন্ট খুলতে পারবেন।
2 লক্ষ টাকা জমা রাখলে কত সুদ পাবেন?
যদি আপনি 2 বছরের জন্য 2 লক্ষ টাকা টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন, তাহলে বর্তমান সুদের হার অনুযায়ী অর্থাৎ 7% সুদ হিসেবে আপনি 2 বছর শেষে মোট 2,29,776 টাকা রিটার্ন পাবেন. আর এর মধ্যে 29,776 টাকা শুধুমাত্র সুদ হিসেবেই মিলবে, তাও গ্যারান্টি সহ।
সুদের হার কেমন?
বর্তমানে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমের সুদের হার অন্যান্য স্কিমের তুলনায় অনেকটাই চড়া। যেমনটা জানা যাচ্ছে, 1 বছরের জন্য বিনিয়োগ করলে 6.9%, দুই বছরের জন্য 7%, 3 বছরের জন্য 7.1% এবং 5 বছরের জন্য 7.5% হারে সুদ পাওয়া যায় এই স্কিমে।
কীভাবে খুলবেন এই অ্যাকাউন্ট?
পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করার জন্য প্রথমে আপনাকে নিকটবর্তী কোনো পোস্ট অফিসে যেতে হবে। এরপর সেখানে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তবে মনে রাখবেন, প্যান কার্ড, আধার কার্ড ও ফটো অবশ্যই নিয়ে যেতে হবে। এরপর সেখানে চেক বা নগদের মাধ্যমে আপনি টাকা জমা দিয়ে খুব সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আরও পড়ুনঃ কলকাতায় এবার দু’দিন উধাও হবে ছায়া! আসছে ‘Zero Shadow Day’, কবে কবে?
তাই বর্তমান সময় দাঁড়িয়ে যখন শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ড বা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের হুড়োহুড়ি লেগে যায়, সেখানে পোস্ট অফিসের মতো নিরাপদ বিনিয়োগের বিকল্প অনেকের কাছেই সোনায় সোহাগা হতে পারে। তাই আজই পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে বিনিয়োগ করুন এবং সুরক্ষিত করুন নিজের ভবিষ্যৎকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |