একধাক্কায় ৫৫%, কেন্দ্রের সঙ্গে DA-র ফারাক মুছল রাজ্য! ঘোষণা সরকারের

Published on:

Dearness Allowance

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৫-এর বিধানসভা নির্বাচনের আগেই এক বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো রাজ্য সরকার। এবার রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করলেন। এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ২% বাড়ানো হচ্ছে। এতদিন তারা ৫৩% হারে ডিএ পেতেন, যা এখন বাড়িয়ে ৫৫% করা হচ্ছে। অর্থাৎ, এবার কেন্দ্রের সমানে ডিএ পাবে রাজ্যের কর্মচারীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা: “আমরাই দেশের প্রথম রাজ্য”

আসলে এই ঘোষণা করেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, “অসমই দেশের প্রথম রাজ্য, যেখানে সরকারি কর্মীদের ৫৫ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে।” এই ঘোষণার ফলে উপকৃত হবেন প্রায় ৭.৩৮ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে বাহবা দিচ্ছে প্রত্যেকেই।

কবে থেকে কার্যকর হবে নতুন ডিএ?

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বর্ধিত হারে ডিএ চলতি মাসের বেতনের সঙ্গেই দেওয়া হবে। আর এপ্রিল ও মে মাসের জন্য সরকারি কর্মীরা এরিয়ার হিসাবে ডিএ পাবেন। অর্থাৎ, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই নতুন হারে ডিএ কার্যকর হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অন্যান্য রাজ্যের কী অবস্থা?

অসমেই বর্তমানে ৫৫% হারে ডিএ দেওয়া হচ্ছে। সাম্প্রতিক বৃদ্ধির পর কেন্দ্র সরকারও ৫৫% ডিএ দিচ্ছে। ফলে অসম এবং কেন্দ্র সরকারের মধ্যে ডিএ’র ফারাক শূন্য। এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মাত্র ১৮% হারে ডিএ পাচ্ছে। তাই রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অনেকটাই পিছিয়ে। তারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে। এখন দেখার পালা বাংলার কর্মচারীদের জন্যে কবে থেকে কেন্দ্রীয় হারে ডিএ কার্যকর হয়।

আরও পড়ুনঃ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভুলেও লটারি কাটবেন না এই ৫ রাশি! কাদের ভাগ্যে লক্ষীলাভ? দেখে নিন

এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত শুধুমাত্র আর্থিক দিক থেকে নয়, বরং রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। একদিকে যেমন কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের ডিএ’র ফারাক দিনের পর দিন বেশি হচ্ছে, সেদিকে অসম দেশের প্রথম রাজ্য হিসেবে কেন্দ্রের সমান ডিএ চালু করল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group