সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি যদি স্মার্ট বিনিয়োগ এবং মোটা অঙ্কের লাভ পেতে চান, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। সম্প্রতি SBI Securities একটি রিপোর্ট (SBI Securities Report) প্রকাশ করেছে, যেখানে তারা এমন কিছু স্টকের কথা বলেছে, যেগুলি আগামী 2 বছরে 11.7% থেকে শুরু করে সর্বোচ্চ 25% রিটার্ন দিতে পারে।
হ্যাঁ ঠিকই পড়েছেন। তালিকায় রয়েছে যেমন ব্লু চিপ কোম্পানির নাম, তেমনই রয়েছে কিছু মিড ক্যাপ শেয়ারও (Stock Market)। চলুন দেখে নেওয়া যাক, SBI Securities-এর মতে কোন শেয়ারগুলিতে বিনিয়োগ করলে আসতে পারে মোটা অঙ্কের রিটার্ন।
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা
SBI Securities এই শেয়ারের জন্য টার্গেট প্রাইস ঠিক করেছে 3625 টাকা, যা বর্তমান দামের তুলনায় প্রায় 21.6 শতাংশ বেশি। SUV ও ট্রাক্টর সেগমেন্টের দুর্দান্ত পারফরম্যান্স ও রপ্তানিতে এই শেয়ারটি দীর্ঘমেয়াদে মোটা অঙ্কের লাভ দিতে পারে।
ICICI ব্যাঙ্ক
এই শেয়ারটি 12% রিটার্নের সম্ভাবনা দেখাচ্ছে ব্রেকারেজ। এই শেয়ারের টার্গেট প্রাইস রাখা হয়েছে 1556 টাকা। এই ব্যাঙ্কের অ্যাসেট কোয়ালিটি গোটা ইন্ডাস্ট্রির মধ্যে এখনও সেরা। ভবিষ্যতে শেয়ারটি মোটা অঙ্কের লাভ দিতে পারে।
ভারত ইলেকট্রনিক্স
সরকারি প্রতিরক্ষা প্রকল্পে সরবরাহকারী এই কোম্পানিটির শেয়ারের টার্গেট প্রাইস ধরা হচ্ছে 372 টাকা, যা 17.8% পর্যন্ত লাভ দিতে পারে বলে মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ।
আলট্রাটেক সিমেন্ট
সিমেন্ট সেক্টরের কনসলিডেশনের ফলে বড় কোম্পানিগুলির লাভ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এই শেয়ারটির টার্গেট প্রাইস ধরা হয়েছে 13,733 টাকা, যা প্রায় 21.6% রিটার্ন দিতে পারে।
ম্যাক্স হেলথকেয়ার ইনস্টিটিউট
চিকিৎসা খাতে বিনিয়োগের চাহিদা দিনের পর দিন বাড়ছে। আর সে কারণেই এই স্টকের ভবিষ্যৎ আরো উজ্জ্বল। এই স্টকের টার্গেট প্রাইস ধরা হয়েছে 1405 টাকা, যা প্রায় 24.7% রিটার্ন দিতে পারে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
টেলিকম রিটেইল এবং নতুন এনার্জি খাতে রিলায়েন্সের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। এই শেয়ারটির টার্গেট প্রাইস ধরা হয়েছে 1586 টাকা, যা সম্ভাব্য 15.2% রিটার্ন দিতে পারে।
Bharti Airtel
এই টেলিকম জায়েন্টের জন্য টার্গেট প্রাইস ধরা হয়েছে 2131 টাকা, যা বর্তমান দামের তুলনায় প্রায় 15.3% বেশি। 5G আউটলেট এবং ডেটা পরিষেবা বিস্তারের কারণে শেয়ারটি মোটা অংকের লাভ দিতে পারে।
টাটা কনজিউমার প্রোডাক্ট
ফুড এবং বেভারেজ সেক্টরে টাটার এই সংস্থার টার্গেট প্রাইস ধরা হচ্ছে 1265 টাকা, যা 13.6% রিটার্ন দিতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ৫৫০ টাকায় LPG থেকে নগদ ৫০০০ টাকা, মহিলাদের জন্য ৬টি দারুণ স্কিম সরকারের
ইন্ডিয়ান ব্যাঙ্ক
সরকারি ব্যাঙ্ক হওয়া সত্ত্বেও এই শেয়ারটিতে রয়েছে 19.2% লাভের সুযোগ। এই শেয়ারটির টার্গেট প্রাইস ধরা হচ্ছে 658 টাকা।
SBI Securities-এর মতে এই শেয়ারগুলি দীর্ঘমেয়াদে মোটা অংকের লাভ আনতে পারে। তবে শেয়ারবাজারে বিনিয়োগে সবসময় ঝুঁকি থাকে। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই নিজের আর্থিক অবস্থা ভালোভাবে বুঝবেন এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে বিনিয়োগ করবেন।
আমরা শুধুমাত্র বিনিয়োগ করার জন্য কিছু টিপস দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না। অন্যথায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলে India Hood Bangla দায়ি থাকবে না। তবে বাজার পরিস্থিতি সম্পর্কে টুকটাক খবর পেতে হলে India Hood Bangla-কে ফলো করতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |