এক বছরে দাম বাড়ল ১২১%! টাটা গ্রুপের ৮ স্টকে ধামাকা রিটার্ন, করতে পারেন বিনিয়োগ

Published on:

8 tata group of company stocks that gave good returns this year

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রাইভেট হলেও যে কোম্পানি প্রতি ভারতবাসীর প্রিয় মানুষের তৈরী সেটি হল টাটা গ্রূপ অফ কোম্পানি (Tata Group)। প্রতিবছর টাটা গ্রূপের কোম্পানির দুর্দান্ত গ্রোথ হতে দেখা গিয়েছে। জানলে অবাক হবেন বর্তমানে Tata Group of Companies এর মোট মার্কেট ক্যাপ প্রায় ৩১.৬৫ কোটি টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৫০% এরও বেশি রিটার্ন দিয়েছে Tata Group এর এই শেয়ারগুলি

চলতি বছরেই ৮টি এমন কোম্পানি রয়েছে যেগুলো ৫০% এরও বেশি রিটার্ন দিয়েছে ইনভেস্টরদের। আপনিও কি শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করেন?  তাহলে এই শেয়ারগুলি একবার নেওয়ার কথা ভাবতেই পারেন।

Indian Hotels Company

টাটা গ্রূপ অফ কোম্পানির অন্তর্গত একটি কোম্পানি হল ইন্ডিয়ান হোটেলস কোম্পানি। ২০২৪ সালের এই কোম্পানির সারের দাম ছিল ৪৩৮ টাকা যেটা বর্তমানে ৭৮% বেড়ে হয়েছে ৭৭৯ টাকা। বর্তমানে কোম্পানির মোট মার্কেট ক্যাপ ১লক্ষ ১২ হাজার ৯২৮ কোটি টাকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

Voltas

টাটা গোষ্ঠীর অন্তর্গত ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভোল্টাস ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় অনেকের বাড়িতেই Voltas এর প্রোডাক্টও রয়েছে। এবছরের শুরুতে এই কোম্পানির স্টকের দাম ছিল ৯৭৮ টাকা। যেটা বর্তমানে ৬৮% বেড়ে ১৬৪৯ টাকা হয়ে গিয়েছে। Voltas এর বর্তমানের মার্কেট ক্যাপ প্রায় ৫৪ হাজার ৮৬৯ কোটি টাকা।

Automotive Stampings and Assemblies

টাটা গ্রূপের একাধিক কোম্পানির মধ্যে একটি হল অটোমোটিভ স্ট্যাম্পিংস অ্যান্ড অ্যাসেম্বলিজ। যেটি এবছরের শুরুর থেকে এখনও পর্যন্ত ৬২% প্রফিট দিয়েছে। বর্তমানে এই স্টকটির দাম ৬৮০ টাকা ও মোট মার্কেট ক্যাপ ১০৮৪ কোটি টাকা।

TRF Limited

ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে কোয়ালিটি ম্যানেজমেন্টের কাজ করে টাটা গ্রূপের টিআরএফ লিমিটেড। যেটা ২০২৪ সালেই বিনিয়োগকারীদের ৬৪% পর্যন্ত রিটার্ন দিয়েছে। বছরের শুরুতে যে সারের দাম ছিল মাত্র ৯৭৮ টাকা সেটাই এখন বেড়ে হয়ে দাঁড়িয়েছে ১৬৪৯ টাকা।

Tejas Netwarks

টেলিকম কোম্পানির জন্য 4G ও 5G নেটওয়ার্কের কাজ করে টাটা গ্রূপের তেজাস নেটওয়ার্কস। এই কোম্পানির শেয়ার এবছর ৮৬৯ টাকায় বিক্রি হয়েছিল যেটা এখন ৫৪% বেড়ে ১৩৩৭ টাকা হয়ে গিয়েছে।

Automobile Corporation of Goa

এই কোম্পানিটিও টাটা গ্রূপের অন্তর্গত যা একবছরেই ৫৩% রিটার্ন দিয়েছে। ২০২৪ সালের শুরুতে একটি শেয়ারের দাম ছিল ১৪২৩ টাকা যেটা এখন ২১৭৬ টাকা হয়ে গিয়েছে।

Tata Investment Corporation

টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনেও এবছর ৬২% গ্রোথ হয়েছে। বছরের শুরুতে যে শেয়ারের দাম ছিল ৪২৮৩ টাকা সেটাই এখন বেড়ে ৬৬৭৯ টাকা হয়ে গিয়েছে। বর্তমানে কোম্পানির টোটাল মার্কেট ক্যাপ ৩৩ হাজার ৬১০ কোটি টাকা।

Trent Ltd

টাটা গ্রূপের সবচেয়ে বেশি রিটার্ন দেওয়া কোম্পানি হল ট্রেন্ট লিমিটেড। জেতার বর্তমান মার্কেট ক্যাপ ২ লক্ষ ৪১ হাজার ৫৬৮ কোটি টাকা। এবছরের শুরুতে শেয়ারের দাম ছিল ৩০৫৬ টাকা যেটা বর্তমানে ৬৭৫০ টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ ১ বছরেই ১২১% লাভ হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group