সৌভিক মুখার্জী, কলকাতা: শেয়ার বাজার (Stock Market) থেকে মোটা টাকা সবাই কামাতে চায়! কিন্তু সবাই সঠিক বিকল্প খুঁজে পায় না। তবে এমন কিছু স্টক রয়েছে, যেগুলি বাস্তবে সেই স্বপ্ন পূরণ করতে সাহায্য করছে। হ্যাঁ, মাত্র 1 লক্ষ টাকার বিনিয়োগে 5 বছর পরে পরিণত হচ্ছে 2 কোটি টাকায়! শুনতে অবাক মনে হল এক্কেবারে সত্যি!
বিশেষজ্ঞরা মনে করছে, এরকম মাল্টিব্যাগার স্টক খুঁজে পাওয়া একদিকে যেমন কঠিন, অন্যদিকে আবার সেগুলিকে দীর্ঘ সময় ধরে রাখাটাও চ্যালেঞ্জের বিষয়। তবে লাইভ হিন্দুস্থানের রিপোর্ট অনুযায়ী আজ আমরা এমন তিনটি স্টকের কথা বলব, যেগুলি সব বাঁধা অতিক্রম করে বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক।
PG Electroplas
2019-20 সালে এটি একটি সাধারণ প্লাস্টিক বিল্ডিং কোম্পানি ছিল। তখন এর শেয়ারের দাম ছিল মাত্র 4 টাকা। আর আজ সেই শেয়ার দাঁড়িয়েছে 802 টাকায়। এর সাফল্যের পিছনে মূল কারণ চিনের স্ট্রাটেজি এবং মেক ইন ইন্ডিয়ার PLI স্কিম। এই কোম্পানির রেভিনিউ 640 কোটি টাকা থেকে বেড়ে 4870 কোটি টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি মুনাফা পেয়েছে 2.6 কোটি টাকা থেকে 288 কোটি টাকা।
সবথেকে বড় কথা, এই কোম্পানি 2025-26 অর্থবর্ষে 8345 কোটি টাকার রেভিনিউ এবং 405 কোটি টাকার মুনাফার লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে। তবে হ্যাঁ, বর্তমানে এদের P/E রেশিও 80। তাই এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে কিছু ঝুঁকি থেকে যাচ্ছে।
Transformers & Rectifier
2020 সালের জুলাই মাসে এই শেয়ারের দাম ছিল মাত্র 5 টাকা। আর আজ তা এসে দাঁড়িয়েছে 510 টাকায়। আর এই পরিবর্তনের নেপথ্যে মূল কারণ দেশের ইনফ্রাস্ট্রাকচার সাফল্য, বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি এবং ডেটা সেন্টারের প্রসার। বর্তমানে এই শেয়ারের অর্ডার বুক দাঁড়িয়েছে 5132 কোটি টাকা।
এমনকি রেভিনিউ গ্রোথ হচ্ছে প্রতি বছরে 28% হারে। পাশাপাশি কোম্পানিটি 7 কোটি টাকা থেকে 187 কোটি টাকা মুনাফা অর্জন করেছে। আর 2018 সালের মধ্যে এই কোম্পানি 8600 কোটি টাকার রেভিনিউ টার্গেট করেছে।
SG Finserv
2020 সালে এই কোম্পানির শেয়ারের দাম ছিল মাত্র 2.2 টাকা। আর আজ সেই শেয়ার এসে দাঁড়িয়েছে 404 টাকায়। এই কোম্পানির সাফল্যের পেছনে মূল কারণ APL অ্যাপোলো গ্রুপের অংশ হওয়া। জানা যাচ্ছে, কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 736 কোটি টাকা থেকে বেড়ে 2326 কোটি টাকায় পৌঁছেছে।
পাশাপাশি মুনাফা বেড়েছে 1 কোটি টাকা থেকে 81 কোটি টাকা। 2027 সালের মধ্যে এই কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 8000 কোটি টাকায় পৌঁছতে পারে। এই শেয়ারটির P/B রেশিও 2.6, অর্থাৎ তুলনামূলকভাবে অনেকটাই সস্তা রয়েছে।
আরও পড়ুনঃ ৫০০ টাকা দরপতন সোনার, ওদিকে ১৬৫০ টাকা কমল রুপোর দাম! আজকের রেট
বিনিয়োগকারীদের জন্য পরামর্শ
শেয়ার বাজারের স্টকগুলি যতই রিটার্ন দিক না কেন, এখানে বিনিয়োগের ঝুঁকি থেকেই যায়।বিশেষ করে PG Electroplast-র মতো কোম্পানির শেয়ারের দাম খুব বেশি। তাই ভ্যালুয়েশন ঝুঁকি থেকে যাচ্ছে। পাশাপাশি Transformers শেয়ারের সামনে রয়েছে বার্ষিক 64% বৃদ্ধির চ্যালেঞ্জ। তাই এখানে গ্রোথ রেট কম থাকছে। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্তের পথে হাঁটবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |