বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের নিয়মে কঠোর হল ভারতীয় পোস্ট অফিস। ET-র রিপোর্ট অনুযায়ী, এবার থেকে অ্যাকাউন্ট হোল্ডাররা তাদের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মেয়াদ পূরণের 3 বছরের মধ্যে যদি অ্যাকাউন্ট বন্ধ না করেন কিংবা তার মেয়াদ না বাড়ানো হয় সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেবে ভারতীয় ডাক বিভাগ।
ডাক বিভাগের তরফে এ প্রসঙ্গে স্পষ্ট জানানো হয়েছে, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির অধীনে সেভিংস অ্যাকাউন্টগুলির মেয়াদপূর্তির তারিখ থেকে তিন বছরের মধ্যে সেগুলি বন্ধ করতে হবে অথবা মেয়াদ বাড়াতে হবে। অন্যথায় সেই সব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হিসেবে ধরা হবে এবং ফ্রিজ করা হবে। সেই মর্মেই নতুন নির্দেশিকা জারি করেছে ভারতীয় পোস্ট অফিস।
কোন কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট ফ্রিজ করবে ডাক বিভাগ?
ভারতীয় ডাক বিভাগের নির্দেশ অনুযায়ী, পোস্ট অফিসের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তা দ্রুত বাড়িয়ে নিতে হবে কিংবা বন্ধ করে দিতে হবে। এই কাজ মেয়াদ শেষের তারিখ থেকে 3 তিন বছরের মধ্যে না করা হলে পোস্ট অফিসের টাইম ডিপোজি, মাসিক আয় প্রকল্প বা মান্থলি ইনকাম স্কিম, জাতীয় সঞ্চয় শংসাপত্র, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, কিষান বিকাশ পত্র, রেকারিং ডিপোজিট ও পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেবে ডাক বিভাগ।
বছরে দুবার চলবে এই নয়া প্রক্রিয়া
15 জুলাই, ভারতীয় পোস্ট অফিসের নয়া নির্দেশ অনুযায়ী, 3 বছর ধরে প্রায় নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকা অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার প্রক্রিয়া চলবে বছরে দুবার। প্রথমে এই ধরনের অ্যাকাউন্ট গুলিকে সনাক্ত করবে ভারতীয় ডাক বিভাগের কর্মীরা, এরপর সেই অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য খতিয়ে দেখে সেগুলিকে ফ্রিজিং করার কাজ শুরু হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বছরে দুবার অর্থাৎ 1 জানুয়ারি ও 1 জুলাই এই ফ্রিজিংয়ের কাজ শুরু করবে ভারতীয় পোস্ট অফিস। তবে গোটা প্রক্রিয়াটি যেহেতু সময় সাপেক্ষ তাই 15 দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ডাক বিভাগ বলছে, বছরের দু দিন অর্থাৎ 30 জুন ও 31 ডিসেম্বর অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করা হবে।
অবশ্যই পড়ুন: রাশিয়ার পাশে ঠাঁয় দাঁড়িয়ে ভারত! তেল, গ্যাস কেনায় NATO-র নিষেধাজ্ঞা ওড়াল দিল্লি
প্রসঙ্গত, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির আওতায় থাকা অ্যাকাউন্টের মেয়াদপূর্তির তারিখ থেকে 3 বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ বা মেয়াদ বাড়ানো না হলে ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরায় আনফ্রোজেন করার উপায় রয়েছে। তবে সেজন্য কাঠখড় পোড়াতে হবে অনেক। সে ক্ষেত্রে, একবার ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরায় ঠিক করতে হলে ডাক বিভাগের অফিসে গিয়ে ওই অ্যাকাউন্টের প্রমাণ সহ নানান প্রয়োজনীয় ডকুমেন্ট এবং পরিচয় পত্র জমা দিয়ে তবেই এই কাজ সম্পন্ন করা যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |