সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের শেয়ারবাজার দীর্ঘদিন ধরেই আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছিল। তবে সম্প্রতি পতনের ধাক্কা কিছুটা কাটিয়ে উঠতে পারলেও কিছু শেয়ার এখনো চাপের মধ্যে পড়ে রয়েছে। আর এর মধ্যে অন্যতম এক শেয়ার হল Motisons Jewelers, যার শেয়ার গত 6 মাস ধরে ক্রমাগত পতনের মধ্য দিয়ে যাচ্ছে। সূত্র বলছে, এই কোম্পানির শেয়ার গত 6 মাসে 41% পতন ঘটেছে এবং এটি তার সর্বোচ্চ রেকর্ড 33.80 টাকার থেকে 49% তলানিতে ঠেকেছে। অর্থাৎ, এখন প্রায় হাফ দামে শেয়ারটি কেনা যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হল, এটি কি বিনিয়োগকারীদের জন্য ভালো সুযোগ, নাকি এই শেয়ারের আরো পতনের সম্ভাবনা রয়েছে? চলুন একটু খতিয়ে দেখা যাক।
কেন এতটা ভাটা পড়লো এই শেয়ারের?
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, এই শেয়ারের মূল্য পতনের মূল কারণ সোনার দর বৃদ্ধি। গত দুই বছরে সোনার মূল্য প্রায় 60% বেড়েছে, যা গ্রাহকদের গয়নার প্রতি ঝোঁক বাড়িয়েছে। সূত্র বলছে, ভারতে ফেব্রুয়ারি, 2025-এ সোনার আমদানি মাত্র 2.3 বিলিয়ান মার্কিন ডলার হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 63% কম। পাশাপাশি গয়নার বাজারে সাময়িক মন্দা দেখা গিয়েছে। যার ফলে Motisons Jewelers-র ব্যবসায় আরো প্রভাব পড়েছে।
এখন কি তাহলে বিনিয়োগের সেরা সুযোগ?
বেশ কিছু বিশ্লেষক বলছেন, ভারতের গয়নায় বাজার কেবলমাত্র মূল্য উত্থানপতনের উপর নির্ভর করে না। বিয়ে, উৎসবের মরসুমে সোনার চাহিদা তুঙ্গে থাকে। তখন সোনার প্রতি সাংস্কৃতিক গুরুত্বের কারণে এই শেয়ারের চাহিদা আরো বাড়ে। জানিয়ে রাখি, ব্যবসায়িক শক্তিতে গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম এবং সিলভার জুয়েলারির ব্যবসায় এই শেয়ারের হস্তক্ষেপ রয়েছে।
হিসাব বলছে, 2023 সালের ডিসেম্বর মাসে কোম্পানির মোট রাজস্ব ছিল 145 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 18% বেশি। আর একই সময় কোম্পানির নিট মুনাফা ছিল 15 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 36% বেশি। তবে সবুজ সংকেত এই যে, শেয়ারটি এখনো তার IPO দামের থেকে 218% বেশি লাভে রয়েছে।
এখন কি শেয়ারটি কেনা উচিত?
দেখুন, স্বল্পমেয়াদের কথা বললে সোনার দাম বেশি থাকায় শেয়ারটির চাহিদা কিছুটা কমতে পারে। বর্তমান দামে শেয়ারটি কিনে ভবিষ্যতে মোটা টাকা মুনাফা পাওয়া সম্ভব। তবে দীর্ঘমেয়াদের কথা বললে, ভারতের গয়নার বাজার বর্তমানে শক্তিশালী এবং কোম্পানির ব্যবসায়ীক ভিত মজবুত রয়েছে। তাই দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চাইলে এটি সঠিক সুযোগ হতে পারে।
বিধিসম্মত সতর্কীকরণ
তবে অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্তের পথে পা বাড়ান। কারণ, আমরা কাউকে বিনিয়োগ করার জন্য বল প্রয়োগ করি না। আমরা শুধুমাত্র বাজারের হালচাল এবং কিছু পরামর্শ দিয়ে থাকি। আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলে India Hood Bangla কোনরকম দায়বদ্ধতা নেবেনা। তবে শেয়ারবাজারের প্রতিনিয়ত টিপস এবং মার্কেট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ফলো করুন India Hood Bangla-কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |