সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি নিরাপদ বিকল্প হিসেবে ফিক্সড ডিপোজিটের দিকে পা বাড়তে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। Punjab & Sind Bank এবং Indian Bank তাদের বিশেষ FD-তে এবার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। জানা যাচ্ছে 30শে জুন, 2025-এর মধ্যে বিনিয়োগ করলে পর্যন্ত আপনি সর্বোচ্চ 8.05% পর্যন্ত সুদ পাবেন এই FD স্কিমে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। তবে Punjab & Sind Bank তাদের FD স্কিমে কিছু পরিবর্তন এনেছে। চলুন জেনে নেওয়া যাক বিশেষ স্কিমগুলি সম্পর্কে।
Punjab & Sind Bank-র বিশেষ FD স্কিম
বেশ কিছু সূত্র বলছে, Punjab & Sind Bank কিছু নির্দিষ্ট FD স্কিম বন্ধ করে দিয়েছে এবং কিছু স্কিমের সুদের হারও (FD Interest Rate) কমিয়ে দিয়েছে। আর এই নতুন সুদের হার কার্যকর হয়েছে 1লা এপ্রিল, 2025 থেকে। বন্ধ হওয়া স্কিমের মধ্যে 333 দিন মেয়াদের FD স্কিমটি রয়েছে, যেটিতে সুদ দেওয়া হত 7.2% এবং 555 দিন মেয়াদের FD স্কিম, যেটিতে সুদ দেওয়া হত 7.45%।
পরিবর্তিত সুদের হার
এবার Punjab & Sind Bank তাদের FD স্কিমের মেয়াদ বদলে সুদের হার নির্ধারণ করেছে। সেগুলি হল-
- 7-30 দিন মেয়াদের জন্য 3.50%
- 31-40 দিন মেয়াদের জন্য 4.00%
- 46-120 দিন মেয়াদের জন্য 4.50%
- 151-179 দিন মেয়াদের জন্য 6.00%
- 180-364 দিন মেয়াদের জন্য 5.25%
- 1 বছর মেয়াদের জন্য 6.30%
- 375 দিন মেয়াদের জন্য 7.25%
- 444 দিন মেয়াদের জন্য 7.10%
- 777 দিন মেয়াদের জন্য 6.50%
- 999 দিন মেয়াদের জন্য 6.40%
তবে এক্ষেত্রে বলে রাখি, সিনিয়ার সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। 60 বছরের বেশি বয়সীদের জন্য 0.50% অতিরিক্ত সুদ মিলছে এবং 80 বছরের বেশি বয়সীদের জন্য নির্দিষ্ট স্কিমে 0.15% অতিরিক্ত সুদ মিলছে।
Indian Bank-র বিশেষ FD স্কিম
শুধু Punjab & Sind Bank নয়। Indian Bank’ও তাদের IND Supreme (300 দিন) এবং IND Super (400 দিন) স্কিমের মেয়াদ 30শে জুন, 2025 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আর এই স্কিমে সর্বোচ্চ 8.05% পর্যন্ত সুদ মিলছে। তবে এই সুদ শুধুমাত্র 80 বছরের বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের জন্যই। পাশাপাশি 60 বছরের বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের জন্য 7.80% সুদ দেওয়া হচ্ছে এবং সাধারণ গ্রাহকদের জন্য 7.30% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।
কোন ব্যাংকের FD আপনার জন্য সেরা?
আপনি যদি Punjab & Sind Bank এর ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চান, তাহলে এখানে সর্বোচ্চ 7.5% সুদ মিলবে। আর এই স্কিমের মেয়াদ 375 দিন। তবে যদি Indian Bank এর FD স্কিমের দিকে পা বাড়ান, তাহলে এখানে 8.05% পর্যন্ত সুদ মিলছে। আর এই স্কিমদুটির মেয়াদ যথাক্রমে 300 দিন এবং 400 দিন।
আরও পড়ুনঃ Jio-কে বিলই দেয়নি BSNL! সরকারের ক্ষতি ১৭৫৭০০০০০০০ কোটি
তাই যদি আপনি সর্বোচ্চ সুদ চান, তাহলে Indian Bank এর 8.05% সুদ দেওয়া FD স্কিমকে নিরাপদে বেছে নিতে পারেন। আবার যদি আপনি নির্দিষ্ট মেয়াদের জন্য নিরাপদ বিনিয়োগ চান, তাহলে Punjab & Sind Bank এর 375 দিন বা 444 দিনের FD স্কিম আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |