৪০০ দিনের FD-তে ৮ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, বিশেষ অফার নিয়ে হাজির এই ব্যাঙ্ক

Published on:

Fixed Deposit

ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই। অনেকেই আছেন যারা ভবিষ্যতের কথা ভাবনাচিন্তা করে ব্যাঙ্কে কাড়ি কাড়ি টাকা জমান তো আবার কেউ কেউ আবার বিনিয়োগ করেন। বর্তমান সময়ে বিনিয়োগের একটা সুরক্ষিত জায়গা হয়ে উঠেছে ফিক্সড ডিপোজিট। অনেকেই আছেন এখন এই এফডি করার প্রতি ঝুঁকতে শুরু করেছেন। আপনিও কি আগামী দিনে এফডি করবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৪০০ দিনের FD-তে ৮ শতাংশ সুদ

আপনি জানলে অবাক হবেন, দেশে এমন একটি ব্যাঙ্ক আছে যেটি কিনা মাত্র ৪০০ দিনের এফডি-র ওপর ৮ শতাংশ অবধি সুদ দিচ্ছে। কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আর এমনই বড় চমক দিয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক।

বিশেষ অফার ইন্ডিয়ান ব্যাঙ্কের

ইন্ডিয়ান ব্যাঙ্ক নিজেদের কোটি কোটি গ্রাহকের জন্য একটি বিশেষ ধরনের ফিক্সড ডিপোজিট চালাচ্ছে। গ্রাহকরা ৩০ জুন পর্যন্ত ইন্ড সুপার ৪০০ ডে এফডি স্কিম এবং ইন্ড সুপার ৩০০ ডে স্পেশাল এফডিতে বিনিয়োগ করতে পারবেন। ইন্ডিয়ান ব্যাঙ্ক এই বিশেষ এফডিগুলিতে ৮% অবধি সুদ দিচ্ছে। সম্প্রতি ফিক্সড ডিপোজিটে সুদের হার সংশোধন করেছে ব্যাঙ্ক। ইন্ডিয়ান ব্যাঙ্ক ফিক্সে সুদের হার ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করেছে। এটি একটি বিশেষ এফডি কলবেল এফডি। এখন নিশ্চয়ই ভাবছেন যে কলবেল এফডি মানে কী?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তাহলে জানিয়ে রাখি, এই বিশেষ ধরনের এফডিতে আপনি সময়ের অনেক আগেই টাকা তুলে নিতে পারবেন। ইন্ডিয়ান ব্যাঙ্কের ইন্ড সুপার এফডির মেয়াদ ৪০০ দিন। আপনি এই স্কিমে ১০,০০০ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। ইন্ডিয়ান ব্যাঙ্ক এখন সাধারণ মানুষকে ৭.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ এবং অতি প্রবীণ নাগরিকদের ৮.০০ শতাংশ সুদ দিচ্ছে। আপনি ৩০ শে জুন পর্যন্ত এই বিশেষ এফডিগুলিতে বিনিয়োগ করতে পারবেন।

দেখে নিন এফডি রেট

  • ৭ থেকে ১৪ দিনের এফডিতে ২.৮০ শতাংশ সুদ।
  • ১৫ থেকে ২৯ দিনের এফডিতে ২.৮০ সুদ।
  • ৩০ থেকে ৪৫ দিনের এফডিতে ৩.০০ শতাংশ সুদ।
  • ৪৬ থেকে ৯০ দিনের এফডিতে ৩.২৫ শতাংশ সুদ।
  • ৯১ থেকে ১২০ দিনের এফডিতে ৩.৫০ শতাংশ সুদ।
  • ১২১ থেকে ১৮০ দিনের এফডিতে ৩.৮৫ শতাংশ সুদ।
  • ১৮০ দিন থেকে ৯ মাসেরও কম এফডিতে ৪.৫০ শতাংশ সুদ।
  • ৯ মাস থেকে ১ বছরেরও কম এফডিতে ৪.৭৫ শতাংশ সুদ।
  • ৩০০ দিনের এফডিতে ৭.০৫ শতাংশ সুদ।
  • ১ বছরের এফডিতে ৬.১০ শতাংশ সুদ।
  • ৪০০ দিনের এফডিতে ৭.২৫ শতাংশ সুদ।
  • ১ বছরের বেশি থেকে ২ বছরের কম এফডিতে ৭.১০ শতাংশ সুদ।
  • ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের এফডিতে ৬.৭০ শতাংস সুদ।
  • ৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের এফডিতে ৬.২৫ শতাংশ সুদ।
  • ৫ বছর অবধি এফডিরে ৬.২৫ শতাংশ এবং ৫ বছরের ওপরে থাকা এফডিতে ৬.১০ শতাংশ অবধি সুদ প্রদান করছে ইন্ডিয়ান ব্যাঙ্ক।
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group